শিরোনাম :
চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 44
কোয়ান্টাম কম্পিউটিংয়ে দৌড়ে চীন যদি এগিয়ে যায়, যুক্তরাষ্ট্রকে এক ধাক্কায় অচল করে দিতে পারে—এমনটাই বলছেন কানাডাভিত্তিক বিশেষজ্ঞ জেসি ভ্যান গ্রিন্সভেন।
তার মতে, ত্রুটিমুক্ত (error-corrected) কোয়ান্টাম কম্পিউটার হলে বিমানবন্দর, পাওয়ার প্লান্ট, টেলিকম নেটওয়ার্ক থেকে শুরু করে সামরিক বাহিনী পর্যন্ত—সবকিছু বন্ধ করে দেওয়া সম্ভব।
সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে “একটি গুলি না ছুঁড়েও প্রস্তরযুগে” পাঠিয়ে দেয়া যাবে।
আমেরিকান বিশ্লেষক রায়ান ফেডাসিউক ও লিন্ডসে গোরম্যানও একই সতর্কতা দিয়েছেন। তারা বলেন, কোয়ান্টাম প্রতিযোগিতায় যারা জিতবে, তারা মুহূর্তেই বিশ্বের সব রাষ্ট্রীয় গোপন তথ্য ভেঙে ফেলতে সক্ষম হবে।
ব্যাপারটা যেন পুরো পৃথিবীর ডিজিটাল তালার মাস্টার কী পেয়ে যাওয়ার মতো।


















