ঢাকায় জোবাইদা রহমান, বেগম জিয়ার সর্বশেষ অবস্থা
- আপডেট সময় ১২:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 95
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান আজ পবিত্র জুমা দিবসে ঢাকায় আগমন করেছেন। সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–৩০২ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তিনি দেশের মাটিতে পৌঁছান।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তিনি স্বদেশের উদ্দেশে রওনা হন।
এর আগে দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরের ৬ মে তিনি দেশে ফিরে পরিবার–পরিজনের সঙ্গে সময় কাটান এবং ৫ জুন পুনরায় যুক্তরাজ্যে ফিরে যান।
খালেদা জিয়ার লন্ডনে নেওয়া নিয়ে বিলম্ব
এদিকে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে এর আগমন বিলম্বিত হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিমানে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় এর যাত্রা স্থগিত হয়েছে। দলটির সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনশাআল্লাহ আগামী রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
যাঁরা সফরসঙ্গী হতে পারেন
চিকিৎসার জন্য যাত্রায় বেগম জিয়ার সঙ্গে থাকার সম্ভাব্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
সৈয়দা শামিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেনসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, নিরাপত্তা সদস্য, সহকারী ও গৃহসহায়িকারা।
ডা. জোবাইদা রহমানও এই সফরে সংযুক্ত হতে পারেন বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত নানা জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এখনো সেখানে চিকিৎসাধীন আছেন।
চলতি বছরের ৭ জানুয়ারি তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলেন এবং ১১৭ দিন অবস্থান শেষে দেশে প্রত্যাবর্তন করেন।






















