ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪
- আপডেট সময় ১২:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 40
ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এতে চারজন নিহত হয়েছেন বলে পেন্টাগন নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবারের এই হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে সমালোচনার মুখে পড়েছে।
ইউএস সাউদার্ন কমান্ড জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় একটি সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রিত নৌযান লক্ষ্য করে অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত রুট ব্যবহার করে মাদক পরিবহনে জড়িত ছিল। কমান্ডের দাবি, হামলায় নৌকায় থাকা চারজন সন্ত্রাসী নিহত হয়েছে।
এই ঘটনা এমন সময়ে ঘটল যখন গত ২ সেপ্টেম্বর দুই দফা হামলার তথ্য প্রকাশের পর পুরো অভিযান নিয়ে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে তদন্তের মুখোমুখি হয়েছে। বিশ্লেষকদের মতে, এসব হামলা সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। সেপ্টেম্বরে প্রকাশিত ঘটনার পর কংগ্রেসের দ্বিদলীয় কমিটিগুলো নতুন তদন্ত শুরু করেছে।


















