শিরোনাম :
নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে চীনা রিফাইনারিগুলো
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 42
মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নতুন নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার শীর্ষ তেল কোম্পানি Rosneft ও Lukoil-কে কালো তালিকাভুক্ত করার পর, চীনের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি তেল শোধনাগারগুলো রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে।
এই নিষেধাজ্ঞার ফলে চীনের মোট রাশিয়ান তেল আমদানির প্রায় ৪৫% বা প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল সরাসরি প্রভাবিত হচ্ছে।
Sinopec ও PetroChina–এর মতো বড় তেল কোম্পানিগুলো ইতিমধ্যে রাশিয়ার কিছু তেল চালান বাতিল করেছে, আর ছোট স্বাধীন বা তথাকথিত “teapot refiners”–রা রাশিয়ান তেল কেনা এড়িয়ে চলছে যাতে তারা আন্তর্জাতিক আর্থিক শাস্তি থেকে রক্ষা পায়।















