শিরোনাম :
রাজধানীতে ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় যাত্রীদের ভোগান্তি

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / 87
রাজধানীতে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে অনকে এলাকা তলিয়ে গেছে। এতে বুধবার সকাল থেকেই রাজধানীবাসীর দৈনন্দিন জীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা। কেউ হাঁটুসমান পানি পার হয়ে কর্মস্থলে পৌঁছেছেন, আবার অনেকে সময়মতো পৌঁছাতে পারেননি।
প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়লেও পরে একটানা বৃষ্টিতে মোহাম্মদপুর, ধানমন্ডি, এয়ারপোর্ট, বিজয় সরণি, কালশী, কাজীপাড়ার বিভিন্ন সড়কে পানি জমে যায়। পানির কারণে কিছু স্থানে সিএনজিচালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টি।