০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

ভারতের কাছে ব্যর্থতার পর পাকিস্তান ম্যাচে জয়ের প্রতিশ্রুতি জাকেরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 151

ছবি সংগৃহীত

 

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। বুধবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে গুটিয়ে যায় টাইগাররা। অথচ বোলারদের দারুণ লড়াইয়ে ভারতকে থামানো হয়েছিল ১৬৮ রানে।

লিটন দাসের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন জাকের আলি অনিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টই জানান, ব্যাটিং বিপর্যয়ই হারের মূল কারণ। জাকের বলেন, ‘এখানে আতঙ্ক বা দুশ্চিন্তার কিছু নেই। আমরা ব্যাটিংয়ে ঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। আগের ম্যাচগুলোতে মাঝের ওভারে ভালো খেললেও আজকে সেটা হয়নি। ভারতীয় দলে রিস্ট স্পিনার ও চায়নাম্যান থাকলেও আমরা সামলাতে ব্যর্থ হয়েছি। সামগ্রিকভাবে ব্যাটিং ইউনিট ব্যর্থ হয়েছে।’

বিজ্ঞাপন

তবে বোলারদের প্রশংসা করতে ভোলেননি তিনি। পাওয়ার প্লেতে ভারতীয় ওপেনার অভিষেক ও শুভমান গিল ঝড় তুলে তুলেছিলেন ৭২ রান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হয় বাংলাদেশের বোলাররা। জাকেরের ভাষায়, ‘পাওয়ার প্লেতে ব্যাটারদের বাড়তি সুবিধা থাকে। আমরা প্যানিক হইনি, টাইমআউটে আলোচনা করেছি কীভাবে শান্ত থাকা যায়। বোলাররা সেটা দারুণভাবে করেছে। এখান থেকে অনেক ইতিবাচক দিক নেওয়ার আছে। কালকের ম্যাচে আরও ভালো করতে পারব বলে বিশ্বাস করি।’

টুর্নামেন্ট শুরু থেকেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জানিয়েছিলেন জাকের আলি। পাকিস্তান ম্যাচের আগেও সেই আত্মবিশ্বাসী সুর শোনা গেল তার কণ্ঠে— ‘আমি আগেও বলেছি, আমরা ফাইনালে উঠতে ও চ্যাম্পিয়ন হতে এসেছি। পাকিস্তানের বিপক্ষেও একই মানসিকতা নিয়েই মাঠে নামব।’

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় একই ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ফাইনালে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ভারতের কাছে ব্যর্থতার পর পাকিস্তান ম্যাচে জয়ের প্রতিশ্রুতি জাকেরের

আপডেট সময় ১০:৫৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

 

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। বুধবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে গুটিয়ে যায় টাইগাররা। অথচ বোলারদের দারুণ লড়াইয়ে ভারতকে থামানো হয়েছিল ১৬৮ রানে।

লিটন দাসের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন জাকের আলি অনিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টই জানান, ব্যাটিং বিপর্যয়ই হারের মূল কারণ। জাকের বলেন, ‘এখানে আতঙ্ক বা দুশ্চিন্তার কিছু নেই। আমরা ব্যাটিংয়ে ঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। আগের ম্যাচগুলোতে মাঝের ওভারে ভালো খেললেও আজকে সেটা হয়নি। ভারতীয় দলে রিস্ট স্পিনার ও চায়নাম্যান থাকলেও আমরা সামলাতে ব্যর্থ হয়েছি। সামগ্রিকভাবে ব্যাটিং ইউনিট ব্যর্থ হয়েছে।’

বিজ্ঞাপন

তবে বোলারদের প্রশংসা করতে ভোলেননি তিনি। পাওয়ার প্লেতে ভারতীয় ওপেনার অভিষেক ও শুভমান গিল ঝড় তুলে তুলেছিলেন ৭২ রান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হয় বাংলাদেশের বোলাররা। জাকেরের ভাষায়, ‘পাওয়ার প্লেতে ব্যাটারদের বাড়তি সুবিধা থাকে। আমরা প্যানিক হইনি, টাইমআউটে আলোচনা করেছি কীভাবে শান্ত থাকা যায়। বোলাররা সেটা দারুণভাবে করেছে। এখান থেকে অনেক ইতিবাচক দিক নেওয়ার আছে। কালকের ম্যাচে আরও ভালো করতে পারব বলে বিশ্বাস করি।’

টুর্নামেন্ট শুরু থেকেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জানিয়েছিলেন জাকের আলি। পাকিস্তান ম্যাচের আগেও সেই আত্মবিশ্বাসী সুর শোনা গেল তার কণ্ঠে— ‘আমি আগেও বলেছি, আমরা ফাইনালে উঠতে ও চ্যাম্পিয়ন হতে এসেছি। পাকিস্তানের বিপক্ষেও একই মানসিকতা নিয়েই মাঠে নামব।’

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় একই ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ফাইনালে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।