‘টাকা-পয়সা নিয়ে বিএনপির সদস্য পদ দিলে দেশ থেকে বিতাড়িত করা হবে’

- আপডেট সময় ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 39
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন বলেছেন, যদি কোনো নেতা টাকা-পয়সা নিয়ে বা অনৈতিকভাবে স্বজনদের বিএনপির সদস্য পদ দেন, তাহলে তাকে দলের থেকে বহিষ্কার করা হবে এবং দেশ থেকে বিতাড়িত করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে দালালি ও তাবেদারি করে দলের ক্ষতি করা ব্যক্তিদেরও সদস্য করা যাবে না। এককথায়, কোনো অসৎ লোককে দলের সদস্য হিসেবে গ্রহণ করা যাবে না।
গতকাল বিকেলে ফেনী সিও অফিস বাজারে বিএনপির প্রাথমিক সদস্য ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবেদিন জনগণের অধিকার, উপার্জনের ব্যবস্থা নিশ্চিত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা যা করা দরকার, তা করতে হবে। তিনি ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “কোনো জুলুমবাজকে আর সুযোগ দেওয়া হবে না। এখনই প্রস্তুতি নিন। আমি মরে গেলেও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ হবে না।”
তিনি বঙ্গবন্ধুর বাকশাল প্রতিষ্ঠার সমালোচনা করে বলেন, শেখ হাসিনা মানুষ হত্যা ও হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। তিনি সতর্ক করেন যে, ক্ষমতায় গেলে যা ইচ্ছে তাই করার মানসিকতা রাখা যাবে না।
সভায় প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, আওয়ামী লীগের সঙ্গে ৭১-এর রাজাকার বাহিনীর নীলনকশা সম্প্রতি ডাকসু ও জাকসুর নির্বাচনের মাধ্যমে শুরু হয়েছে। তিনি বলেন, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বেঁচে থাকলে এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম হেলাল। সাধারণ সম্পাদক আবদুল জুলফিকার আলির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা প্রমুখ।