নগরকান্দায় সংঘর্ষ
আধিপত্য বিস্তার নিয়ে অর্ধশতাধিক আহত, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর
ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নগরকান্দা থানা পুলিশের ওসি, স্থানীয় সাংবাদিকসহ অন্তত ৫০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। শনিবার সকালে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রাম এবং ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। সংঘর্ষে ঢাল, রামদা, সড়কি, বল্লম, ইট-পাটকেলসহ নানা ধরনের অস্ত্রের ব্যবহার হয়। হামলার সময় বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাটে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। আহতদের দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, “বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।