শিরোনাম :
গাজা আক্রমণকে “ইসরায়েলের ভিয়েতনাম” আখ্যা, সতর্ক করল সামরিক কর্মকর্তারা

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৪:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / 1
ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জানিয়েছে, গাজা সিটি দখল করলেও হামাসকে পরাজিত করা সম্ভব নয়। এর বদলে সীমিত বন্দিমুক্তি চুক্তির পথে হাঁটার পরামর্শ দিয়েছে তারা।
কর্মকর্তারা সতর্ক করেছে—পূর্ণাঙ্গ আক্রমণ এক বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে, ব্যাপক প্রাণহানি ঘটাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান আরও দুর্বল করবে।
এমনকি নেতানিয়াহুর লিকুদ দলের কিছু মন্ত্রী গাজা অভিযানের পরিণতি তুলনা করেছেন “ইসরায়েলের ভিয়েতনাম” এর সঙ্গে।
উল্লেখ্য, ভিয়েতনামে যুক্তরাষ্ট্র প্রায় ২০ বছর যুদ্ধ চালিয়ে বিপুল সেনা ও সম্পদ হারিয়েছিল। তবুও তারা পরাজিত হয়ে ১৯৭৫ সালে সৈন্য প্রত্যাহার করে, যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সামরিক ব্যর্থতা হিসেবে ধরা হয়।