ইবিতে ইকসু গঠন নিয়ে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় ০৩:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / 9
ইলিয়াস হোসেন,ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠন ও নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি করিডরে এ সভার আয়োজন করা হয়।
সভায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইটসহ বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, পূর্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ছিলনা । এর ফলে শিক্ষার্থীরা মত প্রকাশ, অধিকার আদায়ের উপযুক্ত প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত ছিল । বক্তারা একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দ্রুত ইকসু গঠন করার দাবি জানান।
ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ অবশ্যই হবে। কীভাবে তা বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো। যদি প্রশাসন উদ্যোগ না নেয়, তাহলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবো ইনশাআল্লাহ।”
সাংবাদিক সমিতির সভাপতি বলেন, “সকল রাজনৈতিক দলকে তাদের মতাদর্শ বজায় রেখে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি তা না হয়, তাহলে ইকসু গঠন করেও কোনো ফল পাওয়া যাবে না।”
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রাহাদ বলেন, “ইকসু আমাদের প্রাণের দাবি। প্রশাসনের উচিত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করা এবং সকলের মতামতের ভিত্তিতে ইকসু গঠন করা।”
সাধারণ শিক্ষার্থীরা বলেন, ইকসু গঠনের আগে একটি নিরপেক্ষ কমিটি গঠন করা জরুরি, যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে কিন্তু নিজেরা প্রার্থী হতে পারবেন না। তারা বলেন, ইকসু গঠনের মাধ্যমে সকলের সমান অধিকার নিশ্চিত করা সম্ভব হবে এবং কেউ যাতে ক্ষমতার অপব্যবহার না করতে পারে, তাও নিশ্চিত করতে হবে।
সভা শেষে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাবনা গ্রহণ করা হয়, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইকসু গঠনে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।