ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই সপ্তাহের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ হবে: সিইসি জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রীবরদীতে পাহাড় ও টিলা কর্তন রোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ১৩ বছর পর নব অধ্যায়? ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইবিতে ইকসু গঠন নিয়ে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাবি শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রিদয় রাশিয়া থেকে ভারতের সস্তা তেল আমদানির নেপথ্যে মুকেশ আম্বানি ৩৩ দিনের লড়াই শেষে না ফেরার দেশে শিক্ষার্থী তাসনিয়া ‘দোনবাস ছাড়তে হবে, তবে ন্যাটোতে যোগদানে না’—স্পষ্ট বার্তা কিয়েভের গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ৯ জন ভর্তি

গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ৯ জন ভর্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 14

ছবি সংগৃহীত

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ দুই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা সবাই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শনিবার (২৩ আগস্ট) ভোররাতে থানার হিরাজিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন দিনমজুর তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫) ও দুই সন্তান তৃষা আক্তার (১৭) এবং আরাফাত (১৫)। এছাড়া দিনমজুর হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) এবং তাদের তিন সন্তান ইমাম উদ্দিন (১ মাস), জান্নাত (৪) ও মুনতাহা (১১)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নয়জন দগ্ধকে ভোরে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হাসান, সালমা ও আসমার শরীরের প্রায় অর্ধেক পুড়ে গেছে। তৃষার দগ্ধের মাত্রা ৫৩ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ এবং এক মাস বয়সি শিশুর শরীরের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসার পর তানজিল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে।

দগ্ধদের স্বজন রকিবুল বলেন, তার ভাই ও ভায়রা ভাই দিনমজুরের কাজ করতেন। তারা পরিবার নিয়ে আধা সেমিপাকা ঘরে থাকতেন। রাতে হঠাৎ গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে এবং সবাই আগুনে আটকা পড়ে দগ্ধ হন। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ৯ জন ভর্তি

আপডেট সময় ১১:১৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ দুই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা সবাই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শনিবার (২৩ আগস্ট) ভোররাতে থানার হিরাজিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন দিনমজুর তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫) ও দুই সন্তান তৃষা আক্তার (১৭) এবং আরাফাত (১৫)। এছাড়া দিনমজুর হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) এবং তাদের তিন সন্তান ইমাম উদ্দিন (১ মাস), জান্নাত (৪) ও মুনতাহা (১১)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নয়জন দগ্ধকে ভোরে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হাসান, সালমা ও আসমার শরীরের প্রায় অর্ধেক পুড়ে গেছে। তৃষার দগ্ধের মাত্রা ৫৩ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ এবং এক মাস বয়সি শিশুর শরীরের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসার পর তানজিল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে।

দগ্ধদের স্বজন রকিবুল বলেন, তার ভাই ও ভায়রা ভাই দিনমজুরের কাজ করতেন। তারা পরিবার নিয়ে আধা সেমিপাকা ঘরে থাকতেন। রাতে হঠাৎ গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে এবং সবাই আগুনে আটকা পড়ে দগ্ধ হন। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।