১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 100

ছবি সংগৃহীত

 

 

কুমিল্লায় চলন্ত প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা একই পরিবারের সদস্য।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলার পয়েল গাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), এবং দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। বড় ছেলে আবুল হাসেম গাড়িটি চালাচ্ছিলেন।

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। কুমিল্লার বড়রা উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা, তারা হোটেল নূরজাহানে দুপুরের খাবার খেয়ে কুমিল্লা শহরের দিকে প্রাইভেট কারে যাচ্ছিলেন। ইউটার্নের কাছে পৌঁছালে তাদের প্রাইভেট কারের মুখোমুখি হয় কাভার্ডভ্যান। কাভার্ডভ্যানের চালক প্রাইভেট কারটিকে বাঁচাতে ব্রেক করলেও কাভার্ডভ্যানটি উল্টে প্রাইভেট কারের ওপর পড়ে যায়, ফলে ঘটনাস্থলেই সবাই মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৪:২৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

 

 

কুমিল্লায় চলন্ত প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা একই পরিবারের সদস্য।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলার পয়েল গাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), এবং দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। বড় ছেলে আবুল হাসেম গাড়িটি চালাচ্ছিলেন।

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। কুমিল্লার বড়রা উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা, তারা হোটেল নূরজাহানে দুপুরের খাবার খেয়ে কুমিল্লা শহরের দিকে প্রাইভেট কারে যাচ্ছিলেন। ইউটার্নের কাছে পৌঁছালে তাদের প্রাইভেট কারের মুখোমুখি হয় কাভার্ডভ্যান। কাভার্ডভ্যানের চালক প্রাইভেট কারটিকে বাঁচাতে ব্রেক করলেও কাভার্ডভ্যানটি উল্টে প্রাইভেট কারের ওপর পড়ে যায়, ফলে ঘটনাস্থলেই সবাই মৃত্যুবরণ করেন।