৩৬ জুলাই স্মরণে টেলিটকের বিশেষ অফার

- আপডেট সময় ১১:৪৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 15
৩৬ জুলাই এখন আর ক্যালেন্ডারের একটি তারিখমাত্র নয়—এটি পরিণত হয়েছে সংগ্রাম, আত্মত্যাগ ও সাহসিকতার অনন্য প্রতীকে। এই দিনটিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল ছাত্রসমাজ, আর সাধারণ জনগণ গড়ে তুলেছিল দুর্বার প্রতিরোধ। সেই গৌরবগাঁথা আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে তা জানান দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছে টেলিটক বাংলাদেশ।
এই দিনটিকে কেন্দ্র করে টেলিটক চালু করেছে ‘৩৬ টাকার অফার’। মাত্র ৩৬ টাকা রিচার্জ করলেই গ্রাহকরা পাচ্ছেন—৫ জিবি ইন্টারনেট ডাটা, ৩৬ মিনিট টকটাইম এবং ৩৬টি এসএমএস। প্যাকেজটির মেয়াদ ৫ দিন।
এই অফারটি চলবে ৫ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত। গ্রাহকরা চাইলে সরাসরি ৩৬ টাকা রিচার্জ করে বা *111*36# নম্বরে ডায়াল করেও অফারটি উপভোগ করতে পারবেন।
টেলিটকের এক মুখপাত্র জানান, “এই অফার শুধু একটি ডেটা-প্যাক নয়; এটি ৩৬ জুলাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের সঙ্গে সেই ইতিহাসকে ভাগ করে নেওয়ার এক প্রতীকী প্রয়াস।”