ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা সুপ্রিম কোর্টে প্রবেশে ভোটার তালিকা হালনাগাদে সময়সীমা নির্ধারণ করলো ইসি নির্বাচন পর্যন্ত দেশজুড়ে চলবে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা চিরবিদায় নিলেন টিভি পর্দার জনপ্রিয় তারকা লনি অ্যান্ডারসন রাশিয়ায় আগুনের ভিডিও টিকটক করায় গ্রেপ্তার ৩ তরুণ-তরুণী গ্যাবনের কূটনীতিতে পরিবর্তন, তুরস্কের সঙ্গে ৮টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ায় কোচিং মিশনে যাচ্ছেন তালহা জুবায়ের বয়স বাড়ার সঙ্গে মানসিক চাপের পরিবর্তন: বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি “ইনজুরিতে ভুগছেন মেসি, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার আশঙ্কা” পাটের রং-দামে খুশি কৃষক, বাড়ছে চাষের আগ্রহ

ডব্লিউটিসিতে প্রথম ৬০০০ রানের মাইলফলকে জো রুট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 14

ছবি: সংগৃহীত

 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার রানের অনন্য মাইলফলকে পৌঁছেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। ওভাল টেস্টের চতুর্থ দিনে ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে এ কীর্তি গড়েন তিনি।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজের বলটি বাউন্ডারির বাইরে পাঠিয়ে ব্যক্তিগত ২৮ রানে পৌঁছান রুট। সেই শটেই ডব্লিউটিসিতে তার মোট রান ছয় হাজার পূর্ণ হয়। উল্লেখ্য, প্রথম ইনিংসে ২৯ রান করা এই ডানহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে ইতিহাস গড়তে প্রয়োজন ছিল মাত্র ২৫ রান।

ডব্লিউটিসির ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে এই রানসংখ্যা ছুঁয়েছেন রুট। এটি ছিল তার ৬৯তম টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তালিকায় তার পরেই আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস ও ট্রাভিস হেড। রুটের সংগ্রহে এই ফরম্যাটে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি, যেখানে তার গড় রান ৫২-এর ওপরে।

চলমান ভারত সিরিজেও রুট রেখেছেন একাধিক ব্যক্তিগত অর্জনের ছাপ। ম্যানচেস্টার টেস্টে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিংকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হয়েছেন তিনি। সেই সঙ্গে কুমার সাঙ্গাকারার ৩৮টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটারের তালিকায় নিজের নাম লিখিয়েছেন।

বর্তমানে ইংল্যান্ড সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ওভালের এই টেস্টের পঞ্চম দিনে জয় পেতে স্বাগতিকদের প্রয়োজন আরও মাত্র ৩৫ রান, হাতে রয়েছে ৪ উইকেট। জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া ইংলিশ ইনিংসে রুট খেলেছেন ১০৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস।

নিউজটি শেয়ার করুন

ডব্লিউটিসিতে প্রথম ৬০০০ রানের মাইলফলকে জো রুট

আপডেট সময় ০৯:১৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার রানের অনন্য মাইলফলকে পৌঁছেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। ওভাল টেস্টের চতুর্থ দিনে ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে এ কীর্তি গড়েন তিনি।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজের বলটি বাউন্ডারির বাইরে পাঠিয়ে ব্যক্তিগত ২৮ রানে পৌঁছান রুট। সেই শটেই ডব্লিউটিসিতে তার মোট রান ছয় হাজার পূর্ণ হয়। উল্লেখ্য, প্রথম ইনিংসে ২৯ রান করা এই ডানহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে ইতিহাস গড়তে প্রয়োজন ছিল মাত্র ২৫ রান।

ডব্লিউটিসির ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে এই রানসংখ্যা ছুঁয়েছেন রুট। এটি ছিল তার ৬৯তম টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তালিকায় তার পরেই আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস ও ট্রাভিস হেড। রুটের সংগ্রহে এই ফরম্যাটে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি, যেখানে তার গড় রান ৫২-এর ওপরে।

চলমান ভারত সিরিজেও রুট রেখেছেন একাধিক ব্যক্তিগত অর্জনের ছাপ। ম্যানচেস্টার টেস্টে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিংকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হয়েছেন তিনি। সেই সঙ্গে কুমার সাঙ্গাকারার ৩৮টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটারের তালিকায় নিজের নাম লিখিয়েছেন।

বর্তমানে ইংল্যান্ড সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ওভালের এই টেস্টের পঞ্চম দিনে জয় পেতে স্বাগতিকদের প্রয়োজন আরও মাত্র ৩৫ রান, হাতে রয়েছে ৪ উইকেট। জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া ইংলিশ ইনিংসে রুট খেলেছেন ১০৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস।