ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সন্ধ্যায় উঠানে হাঁটতে গিয়ে সাপের কামড়ে প্রাণ হারাল কিশোর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 22

ছবি: সংগৃহীত

 

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষধর সাপের কামড়ে মো. তাওসিফ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাওসিফ উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়াইয়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহীমের ছেলে।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল জানান, তাওসিফ মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানে থাকা অবস্থায় বিষধর সাপে তাকে কামড় দেয়। পরে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ আমিন বলেন, রাত পৌনে ৮টার দিকে কিশোরটিকে হাসপাতালে আনা হয়। আনার পরপরই তাকে চিকিৎসা দেওয়া শুরু করা হয়, কিন্তু কিছুক্ষণ পর সে মারা যায়।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

সন্ধ্যায় উঠানে হাঁটতে গিয়ে সাপের কামড়ে প্রাণ হারাল কিশোর

আপডেট সময় ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

 

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষধর সাপের কামড়ে মো. তাওসিফ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাওসিফ উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়াইয়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহীমের ছেলে।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল জানান, তাওসিফ মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানে থাকা অবস্থায় বিষধর সাপে তাকে কামড় দেয়। পরে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ আমিন বলেন, রাত পৌনে ৮টার দিকে কিশোরটিকে হাসপাতালে আনা হয়। আনার পরপরই তাকে চিকিৎসা দেওয়া শুরু করা হয়, কিন্তু কিছুক্ষণ পর সে মারা যায়।