ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার অস্ত্রবিরতির আলোচনা ইসরায়েলের হামলা ও অবরোধে গাজায় একদিনেই ৭১ জনের প্রাণহানি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের বৈঠক: নীতিগত আলোচনা আবহাওয়ার সতর্কতা: ৬০ কিমি বেগে ঝড়ের আভাস আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 6

ছবি: সংগৃহীত

 

২০২৪ সালের ৫ আগস্ট পরবতীতে ছাত্র জনতার ওপর হামলার মামলাগুলোতে অসংখ্য ব্যক্তিকে আসামি করা হয়েছে। প্রত্যেকের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হচ্ছে। আর এ কারণেই চার্জশিট দিতে দেরি হচ্ছে। কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এ সময় নেওয়া হচ্ছে।’

শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থানা লুট হওয়া সব অস্ত্র আমরা এখনও উদ্ধার করতে পারি নাই। অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার করা হবে। আগামী নির্বাচনটি যেন মিডিয়া ও জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে সেজন্য চেষ্টা করবো। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী একটা স্টেপ, মূল স্টেক হোল্ডার হলো যারা নির্বাচনে অংশ নেবে। নির্বাচন কমিশন, প্রশাসন তারপর হলো আইনশৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক দলগুলো যদি সহায়তা করে তবেই একটি সুষ্ঠ নির্বাচন করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কোনো বিভেদ থাকার কথা নয়। আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছি। দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে সে লক্ষ্যে আমরা কাজ করছি। অন্যদিকে, রাজনৈতিক দলগুলো জনগণের কাছ থেকে ভোট আদায়ের জন্য তাদের মতো করে চেষ্টা করবে।’

ভারত থেকে পুশইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিক যারা ভারতে আছে তাদের তো আমাদের নিতে হবে। আমার তাদের বলছি, যদি বাংলাদেশের নাগরিক থেকে থাকে সেটার জন্য একটা নিয়ম আছে। প্রোপার চ্যানেলে পাঠানো। ইন্ডিয়া থেকে যারা আমাদের দেশে আসছে, আমরা কিন্ত প্রোপার চ্যানেলে পাঠাচ্ছি। কিন্তু তারা প্রোপার চ্যানেলে না পাঠিয়ে জঙ্গলে, নদীর পাড়ে এসব জায়গায় ফেলে যাচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হিউম্যান রাইটস বায়েলেন্স হচ্ছে। এ ব্যাপারে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের প্রতিবাদে একেবারে যে কাজ হচ্ছে না তা নয়, পুশইনের সংখ্যা আগের চেয়ে কমেছে। ’

নিউজটি শেয়ার করুন

নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

 

২০২৪ সালের ৫ আগস্ট পরবতীতে ছাত্র জনতার ওপর হামলার মামলাগুলোতে অসংখ্য ব্যক্তিকে আসামি করা হয়েছে। প্রত্যেকের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হচ্ছে। আর এ কারণেই চার্জশিট দিতে দেরি হচ্ছে। কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এ সময় নেওয়া হচ্ছে।’

শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থানা লুট হওয়া সব অস্ত্র আমরা এখনও উদ্ধার করতে পারি নাই। অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার করা হবে। আগামী নির্বাচনটি যেন মিডিয়া ও জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে সেজন্য চেষ্টা করবো। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী একটা স্টেপ, মূল স্টেক হোল্ডার হলো যারা নির্বাচনে অংশ নেবে। নির্বাচন কমিশন, প্রশাসন তারপর হলো আইনশৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক দলগুলো যদি সহায়তা করে তবেই একটি সুষ্ঠ নির্বাচন করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কোনো বিভেদ থাকার কথা নয়। আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছি। দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে সে লক্ষ্যে আমরা কাজ করছি। অন্যদিকে, রাজনৈতিক দলগুলো জনগণের কাছ থেকে ভোট আদায়ের জন্য তাদের মতো করে চেষ্টা করবে।’

ভারত থেকে পুশইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিক যারা ভারতে আছে তাদের তো আমাদের নিতে হবে। আমার তাদের বলছি, যদি বাংলাদেশের নাগরিক থেকে থাকে সেটার জন্য একটা নিয়ম আছে। প্রোপার চ্যানেলে পাঠানো। ইন্ডিয়া থেকে যারা আমাদের দেশে আসছে, আমরা কিন্ত প্রোপার চ্যানেলে পাঠাচ্ছি। কিন্তু তারা প্রোপার চ্যানেলে না পাঠিয়ে জঙ্গলে, নদীর পাড়ে এসব জায়গায় ফেলে যাচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হিউম্যান রাইটস বায়েলেন্স হচ্ছে। এ ব্যাপারে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের প্রতিবাদে একেবারে যে কাজ হচ্ছে না তা নয়, পুশইনের সংখ্যা আগের চেয়ে কমেছে। ’