ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি

মারা গেলেন রেসলিং সুপারস্টার হাল্ক হোগান, শোকের ছায়া বিশ্বজুড়ে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 12

ছবি: সংগৃহীত

 

বিশ্ব কুস্তির ইতিহাসে কিংবদন্তি হয়ে থাকা হাল্ক হোগান আর নেই। ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই মার্কিন রেসলার, যাঁর আসল নাম ছিল টেরি জিন বোলিয়া।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার ক্রিস ভোলো।

পেশাদার রেসলিংয়ে হোগানের যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে, তবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন ১৯৮৩ সালে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (বর্তমানে WWE)-এ যোগ দিয়ে। লম্বা স্বর্ণালী চুল, নজরকাড়া গোঁফ এবং দৃপ্ত ব্যক্তিত্ব দিয়ে তিনি হয়ে উঠেছিলেন রেসলিং জগতের পোস্টার আইকন।

১৯৮০-এর দশকে যখন রেসলিং সারা বিশ্বের বিনোদনভিত্তিক খেলা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে, তখন হাল্ক হোগান ছিলেন এর কেন্দ্রীয় চরিত্র। শুধু রিং-এ নয়, VH1 চ্যানেলের ‘Hogan Knows Best’ নামের রিয়েলিটি শোতেও তিনি দারুণ জনপ্রিয়তা পান, যা প্রচারিত হয় ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত।

সাম্প্রতিক সময়ে হাল্ক হোগান মার্কিন রাজনীতিতেও আলোচনায় ছিলেন। তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, “আজ আমি আমার এক অসাধারণ বন্ধু হারালাম। হাল্ক হোগান ছিলেন শক্তিশালী, চৌকস এবং হৃদয়বান—একজন প্রকৃত ‘ম্যাগা ম্যান’। রিপাবলিকান কনভেনশনে তাঁর বক্তব্য ছিল অতুলনীয়।”

গত মে মাসে হোগানের গলায় অস্ত্রোপচার হয় এবং জুনে তাঁর হৃদযন্ত্রেও অস্ত্রোপচার করা হয়। এ নিয়ে পরিবার এবং ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জরুরি সেবা কলের ভিত্তিতে পুলিশ ও মেডিকেল টিম তাঁর বাসায় পৌঁছায়। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টা ১৭ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

যদিও পুলিশ জানিয়েছে, হোগানের মৃত্যুতে সন্দেহজনক কোনো আলামত নেই, তবে নিয়ম অনুযায়ী একটি তদন্ত চালানো হবে।

WWE এক বিবৃতিতে শোক প্রকাশ করে জানায়, “হাল্ক হোগান শুধু WWE নয়, পুরো ৮০-এর দশকের পপ কালচারের অন্যতম মুখ। তাঁর অবদানে WWE বৈশ্বিক জনপ্রিয়তা পায়। তাঁর পরিবার, বন্ধু ও লাখো ভক্তদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাই।”

হাল্ক হোগান ছয়বার WWE চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন এবং আটবার রেসলম্যানিয়ার প্রধান ম্যাচে অংশ নিয়েছেন। ২০০৫ সালে WWE-এর হল অব ফেমে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। তাঁর দ্য রক, অ্যান্ড্রে দ্য জায়ান্ট এবং র‌্যান্ডি স্যাভেজের সঙ্গে করা ম্যাচগুলো আজও রেসলিং ভক্তদের স্মৃতিতে অমলিন।

এই কুস্তিগীরের প্রয়াণে শোকাহত রেসলিং অঙ্গনের অনেক তারকা। রিক ফ্লেয়ার বলেন, “আমি বাকরুদ্ধ। হাল্ক ছিলেন একজন প্রতিভাবান রেসলার, বিশ্বস্ত বন্ধু এবং হৃদয়ের মানুষ। আমার জীবনে তাঁর অবস্থান ছিল একদম আলাদা।” আর আন্ডারটেকার টুইটে লেখেন, “আমরা হারালাম এক প্রকৃত রেসলিং কিংবদন্তিকে। তাঁর অবদান চিরস্মরণীয়।”

নিউজটি শেয়ার করুন

মারা গেলেন রেসলিং সুপারস্টার হাল্ক হোগান, শোকের ছায়া বিশ্বজুড়ে

আপডেট সময় ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

 

বিশ্ব কুস্তির ইতিহাসে কিংবদন্তি হয়ে থাকা হাল্ক হোগান আর নেই। ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই মার্কিন রেসলার, যাঁর আসল নাম ছিল টেরি জিন বোলিয়া।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার ক্রিস ভোলো।

পেশাদার রেসলিংয়ে হোগানের যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে, তবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন ১৯৮৩ সালে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (বর্তমানে WWE)-এ যোগ দিয়ে। লম্বা স্বর্ণালী চুল, নজরকাড়া গোঁফ এবং দৃপ্ত ব্যক্তিত্ব দিয়ে তিনি হয়ে উঠেছিলেন রেসলিং জগতের পোস্টার আইকন।

১৯৮০-এর দশকে যখন রেসলিং সারা বিশ্বের বিনোদনভিত্তিক খেলা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে, তখন হাল্ক হোগান ছিলেন এর কেন্দ্রীয় চরিত্র। শুধু রিং-এ নয়, VH1 চ্যানেলের ‘Hogan Knows Best’ নামের রিয়েলিটি শোতেও তিনি দারুণ জনপ্রিয়তা পান, যা প্রচারিত হয় ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত।

সাম্প্রতিক সময়ে হাল্ক হোগান মার্কিন রাজনীতিতেও আলোচনায় ছিলেন। তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, “আজ আমি আমার এক অসাধারণ বন্ধু হারালাম। হাল্ক হোগান ছিলেন শক্তিশালী, চৌকস এবং হৃদয়বান—একজন প্রকৃত ‘ম্যাগা ম্যান’। রিপাবলিকান কনভেনশনে তাঁর বক্তব্য ছিল অতুলনীয়।”

গত মে মাসে হোগানের গলায় অস্ত্রোপচার হয় এবং জুনে তাঁর হৃদযন্ত্রেও অস্ত্রোপচার করা হয়। এ নিয়ে পরিবার এবং ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জরুরি সেবা কলের ভিত্তিতে পুলিশ ও মেডিকেল টিম তাঁর বাসায় পৌঁছায়। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টা ১৭ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

যদিও পুলিশ জানিয়েছে, হোগানের মৃত্যুতে সন্দেহজনক কোনো আলামত নেই, তবে নিয়ম অনুযায়ী একটি তদন্ত চালানো হবে।

WWE এক বিবৃতিতে শোক প্রকাশ করে জানায়, “হাল্ক হোগান শুধু WWE নয়, পুরো ৮০-এর দশকের পপ কালচারের অন্যতম মুখ। তাঁর অবদানে WWE বৈশ্বিক জনপ্রিয়তা পায়। তাঁর পরিবার, বন্ধু ও লাখো ভক্তদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাই।”

হাল্ক হোগান ছয়বার WWE চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন এবং আটবার রেসলম্যানিয়ার প্রধান ম্যাচে অংশ নিয়েছেন। ২০০৫ সালে WWE-এর হল অব ফেমে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। তাঁর দ্য রক, অ্যান্ড্রে দ্য জায়ান্ট এবং র‌্যান্ডি স্যাভেজের সঙ্গে করা ম্যাচগুলো আজও রেসলিং ভক্তদের স্মৃতিতে অমলিন।

এই কুস্তিগীরের প্রয়াণে শোকাহত রেসলিং অঙ্গনের অনেক তারকা। রিক ফ্লেয়ার বলেন, “আমি বাকরুদ্ধ। হাল্ক ছিলেন একজন প্রতিভাবান রেসলার, বিশ্বস্ত বন্ধু এবং হৃদয়ের মানুষ। আমার জীবনে তাঁর অবস্থান ছিল একদম আলাদা।” আর আন্ডারটেকার টুইটে লেখেন, “আমরা হারালাম এক প্রকৃত রেসলিং কিংবদন্তিকে। তাঁর অবদান চিরস্মরণীয়।”