০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
বলসোনারোকে ২৭ বছরের সাজা দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট ইউরোপীয় ইউনিয়ন ১৫০ বিলিয়ন SAFE প্রতিরক্ষা কর্মসূচিতে তুরস্ক-দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানালো ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভোট বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে: তাহের জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের আমীরে জামায়াতের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন ইসরায়েলি দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন

কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 103

ছবি: সংগৃহীত

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাসায়নিক পদার্থ বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. বেলাল (৩৫), মো. রোমান (২০) এবং মো. রাব্বানী (৩৫)।

শুক্রবার (২৫ জুলাই) ভোর পাঁচটার দিকে আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ‘আমরা জানতে পেরেছি, ঘটনাটি একটি রাসায়নিক বিস্ফোরণের কারণে ঘটেছে। বিস্ফোরণের পর তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন।’

তিনি আরও জানান, তিনজনের মধ্যে সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন রোমান—তার শরীরের ৩৬ শতাংশ পুড়ে গেছে। বেলালের শরীরের ২০ শতাংশ এবং রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে আহতদের হাসপাতালে নিয়ে আসা বিক্রমপুর স্টিল লিমিটেডের কর্মকর্তা আরিফ খান বলেন, সকালে লোহা গলানোর ভাট্টিতে লিকেজ হওয়ার পর বিস্ফোরণ ঘটে। এতে আমাদের তিন শ্রমিক দগ্ধ হন। বর্তমানে তারা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে

আপডেট সময় ০২:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাসায়নিক পদার্থ বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. বেলাল (৩৫), মো. রোমান (২০) এবং মো. রাব্বানী (৩৫)।

শুক্রবার (২৫ জুলাই) ভোর পাঁচটার দিকে আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ‘আমরা জানতে পেরেছি, ঘটনাটি একটি রাসায়নিক বিস্ফোরণের কারণে ঘটেছে। বিস্ফোরণের পর তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন।’

তিনি আরও জানান, তিনজনের মধ্যে সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন রোমান—তার শরীরের ৩৬ শতাংশ পুড়ে গেছে। বেলালের শরীরের ২০ শতাংশ এবং রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে আহতদের হাসপাতালে নিয়ে আসা বিক্রমপুর স্টিল লিমিটেডের কর্মকর্তা আরিফ খান বলেন, সকালে লোহা গলানোর ভাট্টিতে লিকেজ হওয়ার পর বিস্ফোরণ ঘটে। এতে আমাদের তিন শ্রমিক দগ্ধ হন। বর্তমানে তারা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।