ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি ইরানে সুন্নি হামলায় নিহত ৫ গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আইন ও সালিশ কেন্দ্রের

থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 14

ছবি: সংগৃহীত

 

গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে ঢুকে এক দুর্বৃত্ত কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর ছুরি নিয়ে হামলা চালায়, এতে তিনি আহত হন।
আহত পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে, থানার ভেতরেই।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ছুরিকাঘাতে আহত হওয়ার পর এএসআই মহসিন আলীর চিৎকার শুনে থানা পুলিশের পাশাপাশি আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
এসময় হামলাকারী পালিয়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করে।

পুকুরটি ঘন কচুরিপানায় ঢাকা থাকায় দুর্বৃত্তকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা মিলে ঘটনার পর থেকে তাকে সনাক্ত ও খুঁজে বের করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন।

আহত এএসআই মহসিন আলীকে প্রাথমিক চিকিৎসার জন্য সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তাকে শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”

আপডেট সময় ০৯:২৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

 

গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে ঢুকে এক দুর্বৃত্ত কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর ছুরি নিয়ে হামলা চালায়, এতে তিনি আহত হন।
আহত পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে, থানার ভেতরেই।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ছুরিকাঘাতে আহত হওয়ার পর এএসআই মহসিন আলীর চিৎকার শুনে থানা পুলিশের পাশাপাশি আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
এসময় হামলাকারী পালিয়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করে।

পুকুরটি ঘন কচুরিপানায় ঢাকা থাকায় দুর্বৃত্তকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা মিলে ঘটনার পর থেকে তাকে সনাক্ত ও খুঁজে বের করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন।

আহত এএসআই মহসিন আলীকে প্রাথমিক চিকিৎসার জন্য সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তাকে শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে।