ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কোন কিছুতেই নিয়ন্ত্রন নেই,চাঁদার পরিমান বেড়েছে, পুলিশেও কোনো পরিবর্তন হয়নি : মির্জা ফখরুল ফ্যাসিবাদ-আধিপত্যবাদের সাথে যুদ্ধ বাদ দিয়ে বিএনপির সঙ্গে যুদ্ধ : আব্দুস সালাম অ্যালামনাই বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ : দুদু ডিএনএ পরীক্ষার পর ফরিদপুরে দাফন করা হলো ছোট্ট রাইসাকে স্বাধীন জুম্মল্যান্ডের স্বপ্নে পাহাড়ে গড়ে উঠেছে অস্ত্রাগার নির্বাচন নিয়ে শঙ্কা পিআর, ১৮টি পক্ষে, বিপক্ষে ২৮টি রাজনৈতিক দল চট্টগ্রামে তিনটি আইকনিক ভবনের পরিকল্পনা: এনবিআর ঘুরে দাড়িয়েছে দেশের পোশাক শিল্প, যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২১ ও ইউরোপে ১৭ শতাংশ মারা গেলেন রেসলিং সুপারস্টার হাল্ক হোগান, শোকের ছায়া বিশ্বজুড়ে শর্তহীন অস্ত্রবিরতির প্রস্তাব কম্বোডিয়ার

শিবচরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে শ্বশুর- পুত্রবধূ নিহত, আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 16

ছবি: সংগৃহীত

 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ঘটে গেল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। কুতুবপুর এলাকায় এক ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শ্বশুর ও পুত্রবধূ। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শিবচরের কুতুবপুরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফরিদপুরের সালথা উপজেলার রমকান্তপুর গ্রামের মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং তার পুত্রবধূ ফিরোজা বেগম (২৮), যিনি মামুন বিশ্বাসের স্ত্রী। হাইওয়ে পুলিশ জানিয়েছে, তারা মাইক্রোবাসে করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিকে আসছিল। শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি এক কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। একই সময়ে পেছন থেকে আরও একটি যাত্রীবাহী বাস এসে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম।

দুর্ঘটনায় আহত হন মাইক্রোবাস ও বাসের আরও ১০ যাত্রী। হাইওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, “ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার শিকার সব যানবাহন পুলিশ হেফাজতে রয়েছে।”

বিষয় :

নিউজটি শেয়ার করুন

শিবচরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে শ্বশুর- পুত্রবধূ নিহত, আহত ১০

আপডেট সময় ০১:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ঘটে গেল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। কুতুবপুর এলাকায় এক ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শ্বশুর ও পুত্রবধূ। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শিবচরের কুতুবপুরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফরিদপুরের সালথা উপজেলার রমকান্তপুর গ্রামের মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং তার পুত্রবধূ ফিরোজা বেগম (২৮), যিনি মামুন বিশ্বাসের স্ত্রী। হাইওয়ে পুলিশ জানিয়েছে, তারা মাইক্রোবাসে করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিকে আসছিল। শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি এক কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। একই সময়ে পেছন থেকে আরও একটি যাত্রীবাহী বাস এসে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম।

দুর্ঘটনায় আহত হন মাইক্রোবাস ও বাসের আরও ১০ যাত্রী। হাইওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, “ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার শিকার সব যানবাহন পুলিশ হেফাজতে রয়েছে।”