শিরোনাম :
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৭:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / 0
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো আগরবাতি আমদানি হয়েছে। রোববার (২০ জুলাই) দুপুরে একটি ট্রাকে করে ভারত থেকে চার টন আগরবাতি দেশে প্রবেশ করে।
প্রতি টন আগরবাতির মূল্য নির্ধারিত হয়েছে এক হাজার ২০০ মার্কিন ডলার। কাগজপত্র যাচাই ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে সোমবার চালানটি খালাস হতে পারে বলে জানা গেছে।
আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও আমদানিকারক মো. আক্তার হোসেন জানান, দেশে আগরবাতির ভালো চাহিদা থাকায় তিনি এই পণ্য আমদানি করেছেন। একইসঙ্গে তিনি এর সিএন্ডএফ এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, বাজারে চাহিদা থাকলে ভবিষ্যতেও আগরবাতি আমদানি অব্যাহত থাকবে