০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 137

ছবি সংগৃহীত

 

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ – রাজধানীর উত্তরায় আজ দুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ এই বিমান দুর্ঘটনা ঘটে। একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আগুণ ধরে যায় এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে এবং কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। একটি ভিডিওতে দূর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। মাইলস্টোন কলেজে পাঠদান চলমান থাকায় বিমান বিধস্তের পর শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণ এগিয়ে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম নিশ্চিত করেছেন যে, দুপুর ১টা ১৮ মিনিটে তারা বিমান বিধ্বস্তের খবর পেয়েছেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আরও দুটি ইউনিট পথে রয়েছে। তবে, এই মুহূর্তে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি

আপডেট সময় ০২:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

 

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ – রাজধানীর উত্তরায় আজ দুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ এই বিমান দুর্ঘটনা ঘটে। একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আগুণ ধরে যায় এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে এবং কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। একটি ভিডিওতে দূর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। মাইলস্টোন কলেজে পাঠদান চলমান থাকায় বিমান বিধস্তের পর শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণ এগিয়ে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম নিশ্চিত করেছেন যে, দুপুর ১টা ১৮ মিনিটে তারা বিমান বিধ্বস্তের খবর পেয়েছেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আরও দুটি ইউনিট পথে রয়েছে। তবে, এই মুহূর্তে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।