ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 14

ছবি সংগৃহীত

 

 

মো.ইলিয়াস হোসেন, ইবি প্রতিনিধি

শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে প্রশাসন জানায়, ঘটনাটি দুঃখজনক হলেও এতে তাদের কোনো গাফিলতি নেই।

সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী জানান, পুরো ক্যাম্পাসে সিসিটিভি ও লাইটিং স্থাপন প্রক্রিয়াধীন এবং দ্রুতই শেষ হবে। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে দুই শিক্ষার্থীকে ‘অবজারভার’ হিসেবে রাখা হবে বলেও জানানো হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিগত প্রশাসনের জবাবদিহিতার ঘাটতির কারণে বর্তমানে আমাদের ওপর অযাচিত দোষারোপ করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও আলোচনা মাধ্যমে প্রশ্ন তোলা হয়-‘প্রশাসন এত অর্থ কোথায় খরচ করে?’ আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করছি।

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী প্রমাণিত হয়, প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। প্রশাসন আশা প্রকাশ করে, স্বচ্ছ তদন্তের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহা শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে দুটি তদন্ত কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস

আপডেট সময় ১১:৫৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

 

 

মো.ইলিয়াস হোসেন, ইবি প্রতিনিধি

শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে প্রশাসন জানায়, ঘটনাটি দুঃখজনক হলেও এতে তাদের কোনো গাফিলতি নেই।

সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী জানান, পুরো ক্যাম্পাসে সিসিটিভি ও লাইটিং স্থাপন প্রক্রিয়াধীন এবং দ্রুতই শেষ হবে। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে দুই শিক্ষার্থীকে ‘অবজারভার’ হিসেবে রাখা হবে বলেও জানানো হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিগত প্রশাসনের জবাবদিহিতার ঘাটতির কারণে বর্তমানে আমাদের ওপর অযাচিত দোষারোপ করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও আলোচনা মাধ্যমে প্রশ্ন তোলা হয়-‘প্রশাসন এত অর্থ কোথায় খরচ করে?’ আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করছি।

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী প্রমাণিত হয়, প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। প্রশাসন আশা প্রকাশ করে, স্বচ্ছ তদন্তের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহা শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে দুটি তদন্ত কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে।