ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা

সাজিদের মৃত্যুতে ইবিতে বিক্ষোভ, তদন্তের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও গায়েবানা জানাজা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 24

ছবি সংগৃহীত

 

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শনিবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও পরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সাজিদের মৃত্যুর ঘটনায় দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, সকল রাজনৈতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগান নিয়ে শিক্ষার্থীরা একত্রিত হন প্রশাসনিক ভবনের সামনে, যা এক পর্যায়ে জনস্রোতে পরিণত হয়।
মানববন্ধনের এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক বিল্ডিংয়ে তালা দিয়ে দেয়,যাতে করে ভিতরে কর্মকর্তা-কর্মচারীরা বাইরে বের হতে না পারে।

সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের নানা সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন।

এইদিন কয়েকটি বিভাগের শিক্ষকগণও মানববন্ধনের প্রতি সমর্থন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করা হয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিন দফা মূল দাবির পাশাপাশি আরও কিছু দাবি উত্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য:

পাঁচ কার্যদিবসের মধ্যে সাজিদের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ,
বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা,
পুরো ক্যাম্পাসে সিসিটিভি স্থাপন,
বিশ্ববিদ্যালয় চত্বরকে নিরাপদ করতে সীমানা প্রাচীর নির্মাণ,
বহিরাগত প্রবেশ নিষিদ্ধকরণ,
মানববন্ধন শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাজিদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে, এ কর্মসূচির মধ্য দিয়ে তারই প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা আশা করছেন, তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উন্মোচিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

সাজিদের মৃত্যুতে ইবিতে বিক্ষোভ, তদন্তের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও গায়েবানা জানাজা

আপডেট সময় ০৫:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শনিবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও পরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সাজিদের মৃত্যুর ঘটনায় দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, সকল রাজনৈতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগান নিয়ে শিক্ষার্থীরা একত্রিত হন প্রশাসনিক ভবনের সামনে, যা এক পর্যায়ে জনস্রোতে পরিণত হয়।
মানববন্ধনের এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক বিল্ডিংয়ে তালা দিয়ে দেয়,যাতে করে ভিতরে কর্মকর্তা-কর্মচারীরা বাইরে বের হতে না পারে।

সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের নানা সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন।

এইদিন কয়েকটি বিভাগের শিক্ষকগণও মানববন্ধনের প্রতি সমর্থন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করা হয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিন দফা মূল দাবির পাশাপাশি আরও কিছু দাবি উত্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য:

পাঁচ কার্যদিবসের মধ্যে সাজিদের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ,
বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা,
পুরো ক্যাম্পাসে সিসিটিভি স্থাপন,
বিশ্ববিদ্যালয় চত্বরকে নিরাপদ করতে সীমানা প্রাচীর নির্মাণ,
বহিরাগত প্রবেশ নিষিদ্ধকরণ,
মানববন্ধন শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাজিদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে, এ কর্মসূচির মধ্য দিয়ে তারই প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা আশা করছেন, তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উন্মোচিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।