ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাব্দীর আতঙ্ক ‘নর’ইস্টার’ ঝড় নিয়ে প্রকাশিত হলো চাঞ্চল্যকর সব সত্য ভালুকায় গৃহবধূ ও দুই সন্তান হত্যা: প্রধান আসামি দেবর নজরুল গ্রেপ্তার উদ্ভিদের গোপন শব্দে সাড়া দেয় পতঙ্গ ও প্রাণীরা: গবেষণায় উদ্ভিদের ভাষার রহস্য উদঘাটন বাংলাদেশের জাহাজ ও বন্দর খাতে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান: নৌ উপদেষ্টা শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা, সন্তানদের সম্পদ বিবরণীর নোটিশ সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছে: আলী রীয়াজ অপরাধী যেন কেউ ছাড়া না পায়, কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই নির্বাচন দিন: কুড়িগ্রামে রিজভী মাদরাসা আমাদের ঐতিহ্যের ধারক, এটিকে টিকিয়ে রাখতে হবে: ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনূস কখনো ‘জাতীয় সংস্কারক’ উপাধির স্বীকৃতি চান নি: প্রেস উইং

কিংস্টনে ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ৩-০ সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

মাত্র তিন দিনেই শেষ হয়ে গেল কিংস্টন টেস্ট। মিচেল স্টার্কদের বিধ্বংসী বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। সিরিজের শেষ টেস্টে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়তে হলো। এটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস দিয়ে। আগের দিন ৯৯ রানে ৬ উইকেট হারানো অজিরা খুব বেশি দূর এগোতে পারেনি। শামার ও আলজারি জোসেফের দুর্দান্ত বোলিংয়ে ১২১ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। তবে প্রথম ইনিংসে ৮২ রানের লিড থাকায় ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের।

কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয় ব্যাটিং ধসে পড়ে রীতিমতো। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪.৩ ওভারেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। স্কোরবোর্ডে তখন মাত্র ২৭ রান! টেস্ট ইতিহাসে এর চেয়ে কম রানে অলআউট হয়েছিল কেবল ১৯৫৫ সালে, ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড মাত্র ২৬ রানে।

এই ভয়াবহ বিপর্যয়ের প্রধান কারিগর ছিলেন অজি পেসার মিচেল স্টার্ক। তার ১০০তম টেস্টে নিজেকে রূপকথার নায়কের মতো তুলে ধরলেন তিনি। ৭.৩ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। শুধু তাই নয়, টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন তিনি মাত্র ১৫ বলে! একই সঙ্গে স্পর্শ করেছেন টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক।

স্টার্কের পাশাপাশি দুর্দান্ত ছিলেন হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডও। আগের দুই টেস্টে সুযোগ না পাওয়া বোল্যান্ড এই ম্যাচে নিলেন হ্যাটট্রিক। তিনি যখন হ্যাটট্রিক সম্পন্ন করেন, তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯ উইকেটে ২৬। মনে হচ্ছিল, ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড হয়তো ভাগাভাগি করে নেবে ক্যারিবীয়রা। যদিও শেষ পর্যন্ত তারা এক রান বেশি করেই গুটিয়ে যায়।

বিশ্ব টেস্ট ইতিহাসে এমন ইনিংস বিরল। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ছিল মাত্র ৮৭ বলের আধুনিক টেস্ট ক্রিকেটে অন্যতম সংক্ষিপ্ত। আরও ভয়ঙ্কর তথ্য হলো, ক্যারিবীয় দলের ৭ জন ব্যাটারই শূন্য রানে সাজঘরে ফিরেছেন।

১৭৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে অস্ট্রেলিয়া পুরো সিরিজে নিজেদের আধিপত্য দেখাল। প্যাট কামিন্সের নেতৃত্বে সফরকারীরা তিন ম্যাচেই জয় তুলে নেয়।

এখন দুই দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, যার প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২১ জুলাই। তবে টেস্ট সিরিজের এমন পরাজয়ের পর ঘুরে দাঁড়ানো ক্যারিবীয়দের জন্য চ্যালেঞ্জই হবে।

 

নিউজটি শেয়ার করুন

কিংস্টনে ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ৩-০ সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

আপডেট সময় ১২:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

 

মাত্র তিন দিনেই শেষ হয়ে গেল কিংস্টন টেস্ট। মিচেল স্টার্কদের বিধ্বংসী বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। সিরিজের শেষ টেস্টে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়তে হলো। এটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস দিয়ে। আগের দিন ৯৯ রানে ৬ উইকেট হারানো অজিরা খুব বেশি দূর এগোতে পারেনি। শামার ও আলজারি জোসেফের দুর্দান্ত বোলিংয়ে ১২১ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। তবে প্রথম ইনিংসে ৮২ রানের লিড থাকায় ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের।

কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয় ব্যাটিং ধসে পড়ে রীতিমতো। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪.৩ ওভারেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। স্কোরবোর্ডে তখন মাত্র ২৭ রান! টেস্ট ইতিহাসে এর চেয়ে কম রানে অলআউট হয়েছিল কেবল ১৯৫৫ সালে, ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড মাত্র ২৬ রানে।

এই ভয়াবহ বিপর্যয়ের প্রধান কারিগর ছিলেন অজি পেসার মিচেল স্টার্ক। তার ১০০তম টেস্টে নিজেকে রূপকথার নায়কের মতো তুলে ধরলেন তিনি। ৭.৩ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। শুধু তাই নয়, টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন তিনি মাত্র ১৫ বলে! একই সঙ্গে স্পর্শ করেছেন টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক।

স্টার্কের পাশাপাশি দুর্দান্ত ছিলেন হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডও। আগের দুই টেস্টে সুযোগ না পাওয়া বোল্যান্ড এই ম্যাচে নিলেন হ্যাটট্রিক। তিনি যখন হ্যাটট্রিক সম্পন্ন করেন, তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯ উইকেটে ২৬। মনে হচ্ছিল, ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড হয়তো ভাগাভাগি করে নেবে ক্যারিবীয়রা। যদিও শেষ পর্যন্ত তারা এক রান বেশি করেই গুটিয়ে যায়।

বিশ্ব টেস্ট ইতিহাসে এমন ইনিংস বিরল। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ছিল মাত্র ৮৭ বলের আধুনিক টেস্ট ক্রিকেটে অন্যতম সংক্ষিপ্ত। আরও ভয়ঙ্কর তথ্য হলো, ক্যারিবীয় দলের ৭ জন ব্যাটারই শূন্য রানে সাজঘরে ফিরেছেন।

১৭৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে অস্ট্রেলিয়া পুরো সিরিজে নিজেদের আধিপত্য দেখাল। প্যাট কামিন্সের নেতৃত্বে সফরকারীরা তিন ম্যাচেই জয় তুলে নেয়।

এখন দুই দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, যার প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২১ জুলাই। তবে টেস্ট সিরিজের এমন পরাজয়ের পর ঘুরে দাঁড়ানো ক্যারিবীয়দের জন্য চ্যালেঞ্জই হবে।