রাজধানীতে বাথরুমে ঝর্ণার সাথে ওড়না পেঁচানো গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- আপডেট সময় ০১:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 10
রাজধানীর রমনা এলাকার ইস্পাহানী কলোনির ‘দ্য ওয়েসিস’ ভবনের একটি ফ্ল্যাট থেকে সুফিয়া (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে রমনা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, নিহত সুফিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। তার বাবার নাম জামাল উদ্দিন। বেশ কিছুদিন ধরে রাজধানীর ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল সে।
পুলিশ জানায়, আদ-দ্বীন হাসপাতাল সংলগ্ন ইস্পাহানী কলোনির নবম তলার একটি ফ্ল্যাটে এক চিকিৎসকের পরিবার বসবাস করেন। সেই পরিবারে বিগত ৮ মাস ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিল সুফিয়া। গতকাল রবিবার গৃহকর্তা ও গৃহকর্ত্রী পারিবারিক ভ্রমণে কক্সবাজার গেছেন। এ সময় বাসায় অবস্থান করছিলেন তিনজন গৃহকর্মী, একজন চালক ও গৃহকর্তার কন্যা।
ভোরে অন্য গৃহকর্মীরা বাথরুমের দরজা বন্ধ অবস্থায় পেয়ে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দরজা খুলে বাথরুমে ঝর্ণার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় সুফিয়ার মরদেহ উদ্ধার করে।
এসআই জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হিসেবে দেখা হলেও, প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থলে আমরা তল্লাশি চালিয়েছি এবং জিজ্ঞাসাবাদের জন্য বাসার অন্য গৃহকর্মীদের সঙ্গে কথা বলেছি। কোনো অসঙ্গতি বা প্ররোচনার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ১০ বছর বয়সী একটি মেয়ের এমন করুণ মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে গৃহকর্মীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়েও।