ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা, সম্পদ বিবরণী চেয়ে আইনি নোটিশ বঙ্গোপসাগরে ভারতীয় দুই ট্রলারসহ ৩৪ জেলে আটক শুধু বাহক নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পরমাণু সংস্থার পরিদর্শকদের জুতার ভেতরে গুপ্তচর চিপ! দাবি ইরানের। ইউক্রেনে সেনা খসড়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি: ১৭-২৫ বছরের তরুণদের জন্য পালানোর আর পথ নেই। রাশিয়ার “মেগা-অফেনসিভ” পরিকল্পনা, সঙ্গে থাকছে ৩০,০০০ উত্তর কোরিয়ান সেনা অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী বরখাস্ত আমাদের উজানের দেশ, তথ্য না দিলে বন্যার প্রস্তুতি নেওয়া কঠিন: পরিবেশ উপদেষ্টা সর্দি কাশি নিরাময়ে লবঙ্গের ৭টি স্বাস্থ্য উপকারিতা যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা

সায়মা ও জয় পরিচালিত ফাউন্ডেশনের অনুদান ও আয়কর নথি চেয়ে এনবিআরে চিঠি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 11

ছবি: সংগৃহীত

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের ‘সূচনা ফাউন্ডেশন’ এবং ছেলে সজিব ওয়াজেদ জয়ের ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)’–এর অনুদান ও আয়কর মওকুফ সংক্রান্ত নথিপত্র তলব করেছে। এ বিষয়ে আজ (১৪ জুলাই, সোমবার) মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–কে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।

দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের পাঠানো চিঠিতে ২০১৬ সালের এসআরও নং-৮৭-আইন/২০১৬ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের অনুকূলে দান ও অনুদান প্রদানকারীদের আয়কর মওকুফ সংক্রান্ত মূল নথিপত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবি, ঠিকানা এবং কর্মবণ্টন তালিকার সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।

সূত্র জানায়, সায়মা ওয়াজেদ ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিলের অর্থ আত্মসাত এবং সিআরআই-এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগে দুদক অনুসন্ধান চালাচ্ছে। সাত সদস্যের একটি টিম তদন্তের দায়িত্ব পালন করছে, যার নেতৃত্বে আছেন উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এনবিআর সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করে। এর আগে ২০১৬ ও ২০২৩ সালের দুটি প্রজ্ঞাপনে অটিজম ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে নিয়োজিত এ ফাউন্ডেশনকে আয়কর মওকুফের সুবিধা দেওয়া হয়েছিল।

এছাড়া, গত ২০ মার্চ এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকার সিএসআর অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। একইদিন সায়মা ওয়াজেদের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে ভুয়া তথ্য দিয়ে নিয়োগ পাওয়ার অভিযোগেও একটি মামলা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালে ২০টি ব্যাংক থেকে চাপ প্রয়োগ করে সূচনা ফাউন্ডেশনের অনুকূলে ৩৩ কোটি ৫ লাখ টাকা আদায় করা হয়, যার কোনো ব্যয়ের নথিপত্র পাওয়া যায়নি। ২৯ জানুয়ারি দুদকের অভিযানে ফাউন্ডেশনের কার্যালয় না থাকাসহ সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক জটিলতা, অটিজম ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে। এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন সায়মা ওয়াজেদ পুতুল।

নিউজটি শেয়ার করুন

সায়মা ও জয় পরিচালিত ফাউন্ডেশনের অনুদান ও আয়কর নথি চেয়ে এনবিআরে চিঠি

আপডেট সময় ০১:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের ‘সূচনা ফাউন্ডেশন’ এবং ছেলে সজিব ওয়াজেদ জয়ের ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)’–এর অনুদান ও আয়কর মওকুফ সংক্রান্ত নথিপত্র তলব করেছে। এ বিষয়ে আজ (১৪ জুলাই, সোমবার) মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–কে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।

দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের পাঠানো চিঠিতে ২০১৬ সালের এসআরও নং-৮৭-আইন/২০১৬ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের অনুকূলে দান ও অনুদান প্রদানকারীদের আয়কর মওকুফ সংক্রান্ত মূল নথিপত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবি, ঠিকানা এবং কর্মবণ্টন তালিকার সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।

সূত্র জানায়, সায়মা ওয়াজেদ ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিলের অর্থ আত্মসাত এবং সিআরআই-এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগে দুদক অনুসন্ধান চালাচ্ছে। সাত সদস্যের একটি টিম তদন্তের দায়িত্ব পালন করছে, যার নেতৃত্বে আছেন উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এনবিআর সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করে। এর আগে ২০১৬ ও ২০২৩ সালের দুটি প্রজ্ঞাপনে অটিজম ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে নিয়োজিত এ ফাউন্ডেশনকে আয়কর মওকুফের সুবিধা দেওয়া হয়েছিল।

এছাড়া, গত ২০ মার্চ এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকার সিএসআর অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। একইদিন সায়মা ওয়াজেদের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে ভুয়া তথ্য দিয়ে নিয়োগ পাওয়ার অভিযোগেও একটি মামলা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালে ২০টি ব্যাংক থেকে চাপ প্রয়োগ করে সূচনা ফাউন্ডেশনের অনুকূলে ৩৩ কোটি ৫ লাখ টাকা আদায় করা হয়, যার কোনো ব্যয়ের নথিপত্র পাওয়া যায়নি। ২৯ জানুয়ারি দুদকের অভিযানে ফাউন্ডেশনের কার্যালয় না থাকাসহ সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক জটিলতা, অটিজম ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে। এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন সায়মা ওয়াজেদ পুতুল।