০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় অটোচালকসহ নিহত ২, আহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 58

ছবি সংগৃহীত

 

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক ও এক কিশোরী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বিজ্ঞাপন

রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা ও অটোরিকশাচালক বাহার উদ্দিন বানু (৩০) এবং একই এলাকার যাত্রী আতিকা (১৫)। আহত তিনজন হলেন: আবু বক্কর, মোর্শেদা এবং ফাতেমা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক সোনাহাট স্থলবন্দরের দিকে যাচ্ছিল। পথে সোনাহাট ইউনিয়নের ঘুণ্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হন অটোচালক বাহার উদ্দিন।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পথেই মারা যান আতিকা নামে এক কিশোরী।

স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোনাহাট স্থলবন্দর সড়কে ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে স্থানীয়দের। দুর্ঘটনাটি সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়রা দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় অটোচালকসহ নিহত ২, আহত ৩

আপডেট সময় ০৪:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক ও এক কিশোরী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বিজ্ঞাপন

রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা ও অটোরিকশাচালক বাহার উদ্দিন বানু (৩০) এবং একই এলাকার যাত্রী আতিকা (১৫)। আহত তিনজন হলেন: আবু বক্কর, মোর্শেদা এবং ফাতেমা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক সোনাহাট স্থলবন্দরের দিকে যাচ্ছিল। পথে সোনাহাট ইউনিয়নের ঘুণ্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হন অটোচালক বাহার উদ্দিন।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পথেই মারা যান আতিকা নামে এক কিশোরী।

স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোনাহাট স্থলবন্দর সড়কে ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে স্থানীয়দের। দুর্ঘটনাটি সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়রা দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।