০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

ঝিনাইদহে আ. লীগ নেতাকে ডিবি পরিচয়ে অপহরণের অভিযোগে আটক ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 134

ছবি সংগৃহীত

 

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে ভোররাতে তাকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন।

তিনি জানান, শনিবার (১২ জুলাই) রাতে শৈলকুপা উপজেলার একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে করে তুলে নেয় অপহরণকারীরা। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে।

ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ জেলা পুলিশের একাধিক টিম অভিযানে নামে। প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে শনিবার গভীর রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার একটি স্থানে অভিযান চালানো হয়। সেখান থেকেই শামীম হোসেন মোল্লাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ৪ অপহরণকারীকে আটক করা হয়।

ওসি মাসুম খাঁন বলেন, “অপহরণকারীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। তারা ডিবি পুলিশের জ্যাকেট ও পরিচয়পত্র ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল।”

পুলিশ জানায়, অপহরণকারীদের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

এদিকে আওয়ামী লীগ নেতা অপহরণের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শামীম হোসেন মোল্লার সহকর্মী ও সমর্থকরা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ধরনের অপহরণচেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে আ. লীগ নেতাকে ডিবি পরিচয়ে অপহরণের অভিযোগে আটক ৪

আপডেট সময় ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে ভোররাতে তাকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন।

তিনি জানান, শনিবার (১২ জুলাই) রাতে শৈলকুপা উপজেলার একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে করে তুলে নেয় অপহরণকারীরা। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে।

ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ জেলা পুলিশের একাধিক টিম অভিযানে নামে। প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে শনিবার গভীর রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার একটি স্থানে অভিযান চালানো হয়। সেখান থেকেই শামীম হোসেন মোল্লাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ৪ অপহরণকারীকে আটক করা হয়।

ওসি মাসুম খাঁন বলেন, “অপহরণকারীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। তারা ডিবি পুলিশের জ্যাকেট ও পরিচয়পত্র ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল।”

পুলিশ জানায়, অপহরণকারীদের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

এদিকে আওয়ামী লীগ নেতা অপহরণের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শামীম হোসেন মোল্লার সহকর্মী ও সমর্থকরা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ধরনের অপহরণচেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।