ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ “দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান শুল্কযুদ্ধের ছায়ায় কফি-কমলার বাজার, দুশ্চিন্তায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 4

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে বিগত আমলের সব হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে। কে বা কারা একটি সুস্থ রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলছে, তা আমরা জানি।”

শনিবার (১২ জুলাই) বিকেলে “জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছি, যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে। কিন্তু আজও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। যুবদলের একজন কর্মীকে নির্মমভাবে রগ কেটে হত্যা করা হয়েছে। এ নিয়ে কারো কোনো উদ্বেগ নেই। অথচ বিএনপি এ বিষয়ে মুখ খুললেই বলা হয় আমরা লাশের রাজনীতি করছি। এটা অত্যন্ত দুঃখজনক।”

তিনি জানান, “তিন মাস আগে বিএনপি জুলাই সনদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের রাজনৈতিক অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছে। এখন সেই সনদের বাস্তবায়ন সম্পূর্ণভাবে সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও অভিযোগ করেন, “কিছু মহল ইস্যুবিহীন বিষয়কে ইস্যু বানিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তারা রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার অপচেষ্টায় লিপ্ত। প্রশাসনের ভেতরেও এখনো বিগত সরকারের ঘনিষ্ঠ দোসররা সক্রিয় রয়েছে।”

তারেক রহমান সতর্ক করে বলেন, “নতুন করে কেউ ভূতের মতো আবার রাজনীতিতে ঢুকে পড়েছে কি না, তাও পর্যবেক্ষণ করতে হবে। যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের চিহ্নিত করে সময়মতো ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ কোনো ষড়যন্ত্র সহ্য করবে না।”

অনুষ্ঠানে উপস্থিত শহিদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “তাদের ত্যাগ বৃথা যাবে না। বিচার হবেই এটাই বিএনপির প্রতিশ্রুতি।”

এই আয়োজনে বিএনপি নেতারা গণতন্ত্র ও ন্যায়ের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান

আপডেট সময় ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে বিগত আমলের সব হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে। কে বা কারা একটি সুস্থ রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলছে, তা আমরা জানি।”

শনিবার (১২ জুলাই) বিকেলে “জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছি, যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে। কিন্তু আজও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। যুবদলের একজন কর্মীকে নির্মমভাবে রগ কেটে হত্যা করা হয়েছে। এ নিয়ে কারো কোনো উদ্বেগ নেই। অথচ বিএনপি এ বিষয়ে মুখ খুললেই বলা হয় আমরা লাশের রাজনীতি করছি। এটা অত্যন্ত দুঃখজনক।”

তিনি জানান, “তিন মাস আগে বিএনপি জুলাই সনদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের রাজনৈতিক অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছে। এখন সেই সনদের বাস্তবায়ন সম্পূর্ণভাবে সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও অভিযোগ করেন, “কিছু মহল ইস্যুবিহীন বিষয়কে ইস্যু বানিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তারা রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার অপচেষ্টায় লিপ্ত। প্রশাসনের ভেতরেও এখনো বিগত সরকারের ঘনিষ্ঠ দোসররা সক্রিয় রয়েছে।”

তারেক রহমান সতর্ক করে বলেন, “নতুন করে কেউ ভূতের মতো আবার রাজনীতিতে ঢুকে পড়েছে কি না, তাও পর্যবেক্ষণ করতে হবে। যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের চিহ্নিত করে সময়মতো ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ কোনো ষড়যন্ত্র সহ্য করবে না।”

অনুষ্ঠানে উপস্থিত শহিদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “তাদের ত্যাগ বৃথা যাবে না। বিচার হবেই এটাই বিএনপির প্রতিশ্রুতি।”

এই আয়োজনে বিএনপি নেতারা গণতন্ত্র ও ন্যায়ের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।