২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯১

- আপডেট সময় ০৫:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 2
দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৯১ জন ডেঙ্গু রোগী
শনিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত এক দিনে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৩ জন।
চলতি বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৫৫ জন। যদিও এ সংখ্যা আগের বছরের তুলনায় অনেকটা কম, তবুও বর্ষা মৌসুমে সংক্রমণের ঊর্ধ্বগতি জনমনে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন মোট ৫৭৫ জন।
তবে ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ওই বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।
বিশেষজ্ঞরা মনে করছেন, আবহাওয়ার পরিবর্তন, নগরজুড়ে পানি জমে থাকা, এবং এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতার অভাব সব মিলিয়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতর ও স্থানীয় কর্তৃপক্ষগুলোকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে মশা নিধন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে নাগরিকদের ব্যক্তিগত সতর্কতাও বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরানো এবং মশারি ব্যবহার করাসহ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসায় প্রস্তুতি রাখার পাশাপাশি প্রতিদিনের আক্রান্তের সংখ্যা নজরদারিতে রাখা হচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।