রাজনৈতিক পরিচয়ের আড়ালে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা: সিপিবি

- আপডেট সময় ০৪:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 3
রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে রাজধানীসহ বিভিন্ন জেলায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ড ও সহিংস ঘটনা সেই প্রমাণই তুলে ধরেছে। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, খুলনায় যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা, এবং চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখম করার মতো ঘটনা দেশজুড়ে সহিংসতার ভয়াবহতা স্পষ্ট করেছে।
এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসব ঘটনার কঠোর সমালোচনা করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যুবদলের মঈন ও তার সহযোগীরা পাথর দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করে। এই নির্মম ঘটনাটি আবারও প্রমাণ করে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কীভাবে অপরাধীরা ভয়ঙ্কর হয়ে উঠছে।
তারা আরও বলেন, খুলনায় যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করার ঘটনা দেশের রাজনৈতিক সহিংসতার চরম দৃষ্টান্ত। অন্যদিকে, চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে এক মুসল্লি কুপিয়ে জখম করে, যা ধর্মীয় উন্মাদনা ও উগ্র মানসিকতার বিপজ্জনক রূপকে প্রকাশ করে।
সিপিবি নেতারা বলেন, এই তিনটি ভয়াবহ ঘটনা দেশের সামাজিক ও রাজনৈতিক সংকটকে সামনে নিয়ে এসেছে। এতে বোঝা যাচ্ছে যে, সহিংসতা, বিচারহীনতা ও উগ্রতা আমাদের সমাজকে দিন দিন গ্রাস করে নিচ্ছে।
বিবৃতিতে অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলা হয়, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভেতরে সন্ত্রাস ও অপরাধের আস্তানা বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
সিপিবি নেতারা বলেন, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে এই ধরনের বর্বরতা বন্ধ হবে না। এ জন্য তারা দেশবাসী, বিশেষ করে সচেতন জনগণকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।