ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ “দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান শুল্কযুদ্ধের ছায়ায় কফি-কমলার বাজার, দুশ্চিন্তায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১৭, আহত বহু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

 

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় বৃহস্পতিবার ভোর থেকে অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে এই হতাহতের খবর নিশ্চিত হওয়া গেছে।

আল জাজিরা আরবির প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে এক পরিবারের তিনজন সদস্য নিহত হন। এই তথ্য নিশ্চিত করেছে আল-আকসা শহীদ হাসপাতাল। নিহতদের সবাই একই পরিবারের সদস্য ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

অন্যদিকে, গাজা শহরের রেমাল ও শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলের পৃথক হামলায় আরো চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলার সময় এলাকাগুলোতে প্রবল বিস্ফোরণ ঘটে এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

এছাড়া গাজা শহরের তুফফাহ এলাকার জাফফা স্ট্রিটে একটি বাড়িতে চালানো ইসরায়েলি বোমা হামলায় আরো চারজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল-আহলি হাসপাতালের একটি সূত্র। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকেরা সতর্ক করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হামলার সময় অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। এদিকে, হাসপাতালগুলোতে হতাহতদের ভিড়ে চাপ বেড়ে গেছে এবং চিকিৎসা সরঞ্জামের সংকটও দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই গাজা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর আক্রমণাত্মক অভিযান অব্যাহত রয়েছে। এতে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে গভীর উদ্বেগের চোখে দেখছে এবং বেসামরিক মানুষদের সুরক্ষার দাবি জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১৭, আহত বহু

আপডেট সময় ০২:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

 

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় বৃহস্পতিবার ভোর থেকে অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে এই হতাহতের খবর নিশ্চিত হওয়া গেছে।

আল জাজিরা আরবির প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে এক পরিবারের তিনজন সদস্য নিহত হন। এই তথ্য নিশ্চিত করেছে আল-আকসা শহীদ হাসপাতাল। নিহতদের সবাই একই পরিবারের সদস্য ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

অন্যদিকে, গাজা শহরের রেমাল ও শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলের পৃথক হামলায় আরো চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলার সময় এলাকাগুলোতে প্রবল বিস্ফোরণ ঘটে এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

এছাড়া গাজা শহরের তুফফাহ এলাকার জাফফা স্ট্রিটে একটি বাড়িতে চালানো ইসরায়েলি বোমা হামলায় আরো চারজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল-আহলি হাসপাতালের একটি সূত্র। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকেরা সতর্ক করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হামলার সময় অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। এদিকে, হাসপাতালগুলোতে হতাহতদের ভিড়ে চাপ বেড়ে গেছে এবং চিকিৎসা সরঞ্জামের সংকটও দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই গাজা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর আক্রমণাত্মক অভিযান অব্যাহত রয়েছে। এতে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে গভীর উদ্বেগের চোখে দেখছে এবং বেসামরিক মানুষদের সুরক্ষার দাবি জানিয়েছে।

সূত্র: আল জাজিরা