ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ “দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান শুল্কযুদ্ধের ছায়ায় কফি-কমলার বাজার, দুশ্চিন্তায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

লেবাননের সঙ্গে ১০ কোটি ডলারের যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ চুক্তি যুক্তরাষ্ট্রের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর লেবাননের কাছে এ-২৯ সুপার টুকানো যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য এক চুক্তির অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত এই চুক্তির মূল্য ধরা হয়েছে ১০ কোটি মার্কিন ডলার। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, “এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থকে সমর্থন করে। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লেবাননের মতো অংশীদার দেশের সামরিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যেই এই উদ্যোগ।”

পেন্টাগন আরও জানায়, লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) বর্তমানে দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে এবং তারা ইসরায়েল ও হেজবোল্লাহর মধ্যে গত বছরের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্র মনে করছে, এই সামরিক চুক্তি লেবাননের সে প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

এ-২৯ সুপার টুকানো যুদ্ধবিমান মূলত কাছাকাছি যুদ্ধ সহায়তা, মানবনির্ভর গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং পুনঃচিহ্নিতকরণ (আইএসআর) মিশনে ব্যবহৃত হয়ে থাকে। এই বিমানের কার্যকারিতা বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

চুক্তির আওতায় প্রধান ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের স্পার্কস শহরে অবস্থিত সিয়েরা নেভাদা করপোরেশন (এসএনসি)। তবে চুক্তি বাস্তবায়নে কোনো মার্কিন সরকারি বা ঠিকাদার প্রতিনিধি লেবাননে পাঠানোর প্রয়োজন হবে না বলে পেন্টাগন জানিয়েছে।

পেন্টাগন আরও আশ্বস্ত করেছে, প্রস্তাবিত এই বিক্রয়চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতির ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না।

সূত্র: আলআরাবিয়া

নিউজটি শেয়ার করুন

লেবাননের সঙ্গে ১০ কোটি ডলারের যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ চুক্তি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর লেবাননের কাছে এ-২৯ সুপার টুকানো যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য এক চুক্তির অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত এই চুক্তির মূল্য ধরা হয়েছে ১০ কোটি মার্কিন ডলার। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, “এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থকে সমর্থন করে। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লেবাননের মতো অংশীদার দেশের সামরিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যেই এই উদ্যোগ।”

পেন্টাগন আরও জানায়, লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) বর্তমানে দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে এবং তারা ইসরায়েল ও হেজবোল্লাহর মধ্যে গত বছরের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্র মনে করছে, এই সামরিক চুক্তি লেবাননের সে প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

এ-২৯ সুপার টুকানো যুদ্ধবিমান মূলত কাছাকাছি যুদ্ধ সহায়তা, মানবনির্ভর গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং পুনঃচিহ্নিতকরণ (আইএসআর) মিশনে ব্যবহৃত হয়ে থাকে। এই বিমানের কার্যকারিতা বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

চুক্তির আওতায় প্রধান ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের স্পার্কস শহরে অবস্থিত সিয়েরা নেভাদা করপোরেশন (এসএনসি)। তবে চুক্তি বাস্তবায়নে কোনো মার্কিন সরকারি বা ঠিকাদার প্রতিনিধি লেবাননে পাঠানোর প্রয়োজন হবে না বলে পেন্টাগন জানিয়েছে।

পেন্টাগন আরও আশ্বস্ত করেছে, প্রস্তাবিত এই বিক্রয়চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতির ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না।

সূত্র: আলআরাবিয়া