০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার।

আজ প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করবে ৪ কমিশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 80

ছবি সংগৃহীত

 

সংস্কার কার্যক্রমে গঠিত চারটি কমিশন আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। কমিশনগুলো হলো- নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন, পুলিশ প্রশাসনের সংস্কারের জন্য সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন কমিশন, দুর্নীতি দমন কমিশনের সংস্কার নিয়ে টিআইবির ড. ইফতেখারুজ্জামানের কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন, যার নেতৃত্বে আছেন ড. আলী রিয়াজ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন হস্তান্তর করা হবে। জমা  দেওয়ার পর কমিশনের সদস্যরা প্রতিবেদন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন।

বিজ্ঞাপন

দুপুর দেড়টা পর্যন্ত এই বৈঠক চলবে। পরে দুপুর ৩টায় সরকারের উপদেষ্টারা সংবাদ সম্মেলনে প্রতিবেদনগুলোর মূল দিকগুলো তুলে ধরবেন। তবে ব্রিফিংয়ে কারা অংশ নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

 

এদিকে বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কারের জন্য পৃথক দুটি কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রতিবেদনগুলো হাতে পাওয়ার পর অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে। এই মাসেই আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সংস্কার প্রস্তাব এবং বাস্তবায়ন নিয়ে ঐকমত্য গড়ে তুলতে পারলে সংলাপ থেকে একটি রূপরেখা নির্ধারণ হতে পারে।

 

নিউজটি শেয়ার করুন

আজ প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করবে ৪ কমিশন

আপডেট সময় ০১:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

 

সংস্কার কার্যক্রমে গঠিত চারটি কমিশন আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। কমিশনগুলো হলো- নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন, পুলিশ প্রশাসনের সংস্কারের জন্য সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন কমিশন, দুর্নীতি দমন কমিশনের সংস্কার নিয়ে টিআইবির ড. ইফতেখারুজ্জামানের কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন, যার নেতৃত্বে আছেন ড. আলী রিয়াজ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন হস্তান্তর করা হবে। জমা  দেওয়ার পর কমিশনের সদস্যরা প্রতিবেদন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন।

বিজ্ঞাপন

দুপুর দেড়টা পর্যন্ত এই বৈঠক চলবে। পরে দুপুর ৩টায় সরকারের উপদেষ্টারা সংবাদ সম্মেলনে প্রতিবেদনগুলোর মূল দিকগুলো তুলে ধরবেন। তবে ব্রিফিংয়ে কারা অংশ নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

 

এদিকে বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কারের জন্য পৃথক দুটি কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রতিবেদনগুলো হাতে পাওয়ার পর অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে। এই মাসেই আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সংস্কার প্রস্তাব এবং বাস্তবায়ন নিয়ে ঐকমত্য গড়ে তুলতে পারলে সংলাপ থেকে একটি রূপরেখা নির্ধারণ হতে পারে।