ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শতাধিক পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯১ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না: পরিবেশ উপদেষ্টা নির্বাচনে সুষ্ঠুতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: উপ-প্রেস সচিব বাংলাদেশ সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস যাত চাঁদাবাজি নয়, টাকার লেনদেনের বিরোধেই খুন হন সোহাগ: পুলিশের তদন্ত কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, উত্তপ্ত হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক টিএসসিতে ‘রাজনৈতিক হত্যা স্কোরবোর্ড’ বসানোর ঘোষণা ছাত্র অধিকার পরিষদের মায়ানমারের মঠে জান্তার ভয়াবহ বিমান হামলায় শিশুসহ ২২ জনের মৃত্যু

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 9

ছবি সংগৃহীত

 

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের অন্ধকারে দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে শফিকুল ইসলামসহ একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান। এ সময় সীমান্ত পাহারায় থাকা বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, “বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তার বুকে গুলি লাগে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়েছিলেন।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বাগানবাড়ি সীমান্ত এলাকায় অবৈধ গরু পাচারের ঘটনা ঘটে আসছে। রাতের আঁধারে চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে গরু এনে থাকে। মাঝে মাঝে এসব ঘটনায় প্রাণহানিও ঘটছে, তবুও সীমান্তে চোরাচালান বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে, এমন ঘটনায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও অবৈধ পারাপার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। একইসাথে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৯:৫৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের অন্ধকারে দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে শফিকুল ইসলামসহ একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান। এ সময় সীমান্ত পাহারায় থাকা বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, “বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তার বুকে গুলি লাগে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়েছিলেন।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বাগানবাড়ি সীমান্ত এলাকায় অবৈধ গরু পাচারের ঘটনা ঘটে আসছে। রাতের আঁধারে চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে গরু এনে থাকে। মাঝে মাঝে এসব ঘটনায় প্রাণহানিও ঘটছে, তবুও সীমান্তে চোরাচালান বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে, এমন ঘটনায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও অবৈধ পারাপার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। একইসাথে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।