ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ ও ঘরোয়া উপায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন হত্যা ও খুন মামলাসহ পুরনো মামলা দ্রুত নিষ্পত্তি হবে: অ্যাটর্নি জেনারেল বিদেশফেরত রংমিস্ত্রি থেকে সফল কৃষি উদ্যোক্তা: আফজাল শেখের রাম্বুটান বিপ্লব কলটি বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি: চিফ প্রসিকিউটর ১ লাখ শিক্ষক নিয়োগে পুলিশের ভেরিফিকেশন: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত দুই পাইলট বাগেরহাটে ডাকাতিকৃত মালামাল সহ ৭ ডাকাত আটক বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান

১ লাখ শিক্ষক নিয়োগে পুলিশের ভেরিফিকেশন: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আওতাধীন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন চলমান রয়েছে। এই প্রক্রিয়ার মধ্যেই শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত নির্দেশনায় বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সম্প্রতি এক পরিপত্রের মাধ্যমে জানানো হয়েছে, এখন থেকে এনটিআরসিএ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম (ডি-আর ফরম) সংগ্রহের পর আর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাবে না। পরিবর্তে এসব ফরম সরাসরি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, “বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম প্রাপ্তির পর তা সরাসরি স্পেশাল ব্রাঞ্চ, পুলিশ অধিদপ্তরে পাঠাবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ যদি পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম দাখিল না করেন, তবে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনায় আনা হবে না।”

এর আগে ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্র অনুযায়ী, এসব ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হতো।

পরবর্তীতে এনটিআরসিএ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নেয় যে, ভেরিফিকেশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত ও সহজ করতে এনটিআরসিএ নিজেই সরাসরি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সঙ্গে সমন্বয় করবে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে জানানো হয়েছে।

উল্লেখ্য, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া চলছে। এরই মাঝে এই নতুন নির্দেশনা সকল প্রার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানো হয়েছে যাতে নিয়োগ প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যায়।

 

নিউজটি শেয়ার করুন

১ লাখ শিক্ষক নিয়োগে পুলিশের ভেরিফিকেশন: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

আপডেট সময় ০৭:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আওতাধীন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন চলমান রয়েছে। এই প্রক্রিয়ার মধ্যেই শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত নির্দেশনায় বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সম্প্রতি এক পরিপত্রের মাধ্যমে জানানো হয়েছে, এখন থেকে এনটিআরসিএ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম (ডি-আর ফরম) সংগ্রহের পর আর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাবে না। পরিবর্তে এসব ফরম সরাসরি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, “বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম প্রাপ্তির পর তা সরাসরি স্পেশাল ব্রাঞ্চ, পুলিশ অধিদপ্তরে পাঠাবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ যদি পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম দাখিল না করেন, তবে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনায় আনা হবে না।”

এর আগে ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্র অনুযায়ী, এসব ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হতো।

পরবর্তীতে এনটিআরসিএ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নেয় যে, ভেরিফিকেশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত ও সহজ করতে এনটিআরসিএ নিজেই সরাসরি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সঙ্গে সমন্বয় করবে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে জানানো হয়েছে।

উল্লেখ্য, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া চলছে। এরই মাঝে এই নতুন নির্দেশনা সকল প্রার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানো হয়েছে যাতে নিয়োগ প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যায়।