সারাদেশে পুলিশের অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৭৮৭ জন

- আপডেট সময় ০৫:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 9
সারা দেশে টানা ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত চলা এ অভিযানে ১ হাজার ৩৭৩ জনকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এবং বিভিন্ন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও ৪১৪ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীও উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি শটগানের কার্তুজ, একটি পাইপগানের পিস্তল, একটি দেশীয় পিস্তল, একটি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ২টি চাকু এবং একটি গুলি। এছাড়া ৫টি ককটেল সদৃশ বিস্ফোরক বস্তুও উদ্ধার করা হয়।
এর আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ রবিবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পুলিশ দেশব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৬০৭ জনকে গ্রেপ্তার করেছিল। ফলে গত দুই দিনেই গ্রেপ্তার হয়েছে মোট ৩ হাজার ৩৯৪ জন।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার ও অভিযান পরিচালিত হয়েছে। সমাজে অপরাধ দমন, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, বিভিন্ন জেলার পুলিশ, ডিবি (গোয়েন্দা) এবং র্যাবসহ সংশ্লিষ্ট সব বাহিনী সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করেছে। প্রতিদিনের মতো আজও এই পরিসংখ্যান গণমাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
এদিকে চলমান এসব অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের আদালতে হাজির করে যথাযথ প্রক্রিয়ায় বিচারিক কার্যক্রম চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ অভিযান ভবিষ্যতেও চলবে।