১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

জুরাইনে পরিত্যক্ত বাসা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 131

ছবি সংগৃহীত

 

ঢাকার জুরাইন এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, কদমতলী থানার অন্তর্গত জুরাইন বৌ-বাজার এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—জুরাইন মিষ্টির দোকান এলাকার মৃত সবুর মিয়ার ছেলে মোঃ শাকিল (৩৬), বৌ-বাজার এলাকার মোঃ নুর ইসলামের ছেলে মোঃ রুবেল (৩৪) এবং একই এলাকার খোকন ভূঁইয়ার ছেলে মোঃ মোক্তার ভূঁইয়া (৪০)।

র‍্যাব জানায়, এই তিনজন দীর্ঘদিন ধরে জুরাইন বৌ-বাজার ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এমনকি তারা আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গেও জড়িত ছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত মোঃ শাকিলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নয়টি মাদক মামলা রয়েছে। এছাড়া মোঃ রুবেলের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‍্যাব বলছে, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুন

জুরাইনে পরিত্যক্ত বাসা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় ০১:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

ঢাকার জুরাইন এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, কদমতলী থানার অন্তর্গত জুরাইন বৌ-বাজার এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—জুরাইন মিষ্টির দোকান এলাকার মৃত সবুর মিয়ার ছেলে মোঃ শাকিল (৩৬), বৌ-বাজার এলাকার মোঃ নুর ইসলামের ছেলে মোঃ রুবেল (৩৪) এবং একই এলাকার খোকন ভূঁইয়ার ছেলে মোঃ মোক্তার ভূঁইয়া (৪০)।

র‍্যাব জানায়, এই তিনজন দীর্ঘদিন ধরে জুরাইন বৌ-বাজার ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এমনকি তারা আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গেও জড়িত ছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত মোঃ শাকিলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নয়টি মাদক মামলা রয়েছে। এছাড়া মোঃ রুবেলের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‍্যাব বলছে, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।