ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিদেশফেরত রংমিস্ত্রি থেকে সফল কৃষি উদ্যোক্তা: আফজাল শেখের রাম্বুটান বিপ্লব কলটি বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি: চিফ প্রসিকিউটর ১ লাখ শিক্ষক নিয়োগে পুলিশের ভেরিফিকেশন: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত দুই পাইলট বাগেরহাটে ডাকাতিকৃত মালামাল সহ ৭ ডাকাত আটক বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান গুম তদন্ত কমিশনের সঙ্গে ইউভিইডির বৈঠক, নিখোঁজ ২০০ জনের তালিকা হস্তান্তর আধুনিকতার চাপে মাদ্রাসা শিক্ষা ধ্বংস হতে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা ডেঙ্গু ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদফতরকে চিকিৎসা সরঞ্জাম দিলো ডব্লিউএইচও

শিল্পে সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 11

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি–এসএসবি) প্রধান অধ্যাপক হালুক গরগুন। মঙ্গলবার (৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে তুরস্কের প্রতিনিধিদলও অংশ নেয়। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএসবি) বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি আধুনিক প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গঠনে গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে কাজ করে আসছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে সমরাস্ত্র ক্রয়-বিক্রয় এবং প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ কার্যক্রমও পরিচালনা করে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত বাংলাদেশ সফরে আসেন। তখনও তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সেই সময় ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, প্রযুক্তি স্থানান্তর এবং বিনিয়োগ বাড়াতে তুরস্ককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উত্তরে ওমের বোলাত বলেন, “টেক্সটাইল খাত ছাড়াও প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ওষুধ উৎপাদন এবং কৃষিযন্ত্র খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণ করা সম্ভব।” তিনি এই খাতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্ভাবনার ওপর জোর দেন।

প্রতিরক্ষা প্রযুক্তির পাশাপাশি, নতুন শিল্প খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এসব বৈঠক ভবিষ্যতে কৌশলগত অংশীদারত্ব দৃঢ় করতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

শিল্পে সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ

আপডেট সময় ১০:৫৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি–এসএসবি) প্রধান অধ্যাপক হালুক গরগুন। মঙ্গলবার (৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে তুরস্কের প্রতিনিধিদলও অংশ নেয়। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএসবি) বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি আধুনিক প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গঠনে গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে কাজ করে আসছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে সমরাস্ত্র ক্রয়-বিক্রয় এবং প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ কার্যক্রমও পরিচালনা করে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত বাংলাদেশ সফরে আসেন। তখনও তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সেই সময় ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, প্রযুক্তি স্থানান্তর এবং বিনিয়োগ বাড়াতে তুরস্ককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উত্তরে ওমের বোলাত বলেন, “টেক্সটাইল খাত ছাড়াও প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ওষুধ উৎপাদন এবং কৃষিযন্ত্র খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণ করা সম্ভব।” তিনি এই খাতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্ভাবনার ওপর জোর দেন।

প্রতিরক্ষা প্রযুক্তির পাশাপাশি, নতুন শিল্প খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এসব বৈঠক ভবিষ্যতে কৌশলগত অংশীদারত্ব দৃঢ় করতে সহায়ক হবে।