১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

আমাদের আগামী লক্ষ্য হচ্ছে সংসদ ভবন এবং বাংলাদেশের পুনর্গঠন: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 86

ছবি সংগৃহীত

 

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী লক্ষ্য হচ্ছে সংসদ ভবন, এবং বাংলাদেশের পুনর্গঠনই তাদের চূড়ান্ত লক্ষ্য। তিনি বলেন, ‘‘৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন। সামনের নির্বাচনে তরুণদের বিজয় হবে আমাদের উদ্‌যাপন।’’ রোববার রাত আটটার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা সংস্কারের সুরাহা চাই, বিচারের সুরাহা চাই। খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই। এই প্রজন্ম জনগণের কাছে অঙ্গীকার করছে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান উপহার দেওয়া হবে।’’

বিজ্ঞাপন

এর আগে সন্ধ্যা ছয়টায় নগরের রেলগেট এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পদযাত্রাটি নিউমার্কেট, অলকার মোড়, গণকপাড়া, সাহেব বাজার, আলুপট্টি হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে পথসভায় মিলিত হয়।

সভায় নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘আমরা রাজপথে নেমেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। আমার ভাই আবু সাঈদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। রাজশাহীর অনেক ভাই শহীদ হয়েছিল। আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না, বরং সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন ছিল।’’

তিনি বলেন, ‘‘৫ আগস্টের পর নানা ষড়যন্ত্রের কারণে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছে, সীমাবদ্ধতা ছিল। কিন্তু আজ আমরা শপথ করছি, সেই ভুল আর করব না। স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনীতি, নতুন ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।’’

নাহিদ ইসলাম সমালোচনা করে বলেন, ‘‘যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, সাংবিধানিক ভিত্তির প্রয়োজন নেই, তাদের দেখিয়ে দিতে হবে ৩ আগস্ট আবার আমরা মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্র হব। যারা জুলাইকে সংবিধানে বা আইনি কাঠামোতে স্থান দিতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার হয়ে উঠছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’

 

নিউজটি শেয়ার করুন

আমাদের আগামী লক্ষ্য হচ্ছে সংসদ ভবন এবং বাংলাদেশের পুনর্গঠন: নাহিদ ইসলাম

আপডেট সময় ১২:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী লক্ষ্য হচ্ছে সংসদ ভবন, এবং বাংলাদেশের পুনর্গঠনই তাদের চূড়ান্ত লক্ষ্য। তিনি বলেন, ‘‘৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন। সামনের নির্বাচনে তরুণদের বিজয় হবে আমাদের উদ্‌যাপন।’’ রোববার রাত আটটার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা সংস্কারের সুরাহা চাই, বিচারের সুরাহা চাই। খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই। এই প্রজন্ম জনগণের কাছে অঙ্গীকার করছে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান উপহার দেওয়া হবে।’’

বিজ্ঞাপন

এর আগে সন্ধ্যা ছয়টায় নগরের রেলগেট এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পদযাত্রাটি নিউমার্কেট, অলকার মোড়, গণকপাড়া, সাহেব বাজার, আলুপট্টি হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে পথসভায় মিলিত হয়।

সভায় নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘আমরা রাজপথে নেমেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। আমার ভাই আবু সাঈদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। রাজশাহীর অনেক ভাই শহীদ হয়েছিল। আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না, বরং সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন ছিল।’’

তিনি বলেন, ‘‘৫ আগস্টের পর নানা ষড়যন্ত্রের কারণে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছে, সীমাবদ্ধতা ছিল। কিন্তু আজ আমরা শপথ করছি, সেই ভুল আর করব না। স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনীতি, নতুন ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।’’

নাহিদ ইসলাম সমালোচনা করে বলেন, ‘‘যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, সাংবিধানিক ভিত্তির প্রয়োজন নেই, তাদের দেখিয়ে দিতে হবে ৩ আগস্ট আবার আমরা মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্র হব। যারা জুলাইকে সংবিধানে বা আইনি কাঠামোতে স্থান দিতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার হয়ে উঠছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’