ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট খরচ কমাতে CNN শতাধিক কর্মী ছাঁটাই করবে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিক্রির চক্রের ২ সদস্য আটক   রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধারে বিশ্বনেতাদের সহযোগিতা চান আধা ঘণ্টায় ঢাকার পুঁজিবাজার চাঙ্গা, লেনদেন ৫৬ কোটি, সূচক ১৬ পয়েন্ট বেড়েছে শাহজালাল বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো বোমা হামলার হুমকি, মেলেনি কোনো প্রমাণ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন ১৬৮ বিডিআর সদস্য  ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের

গা/জা/য় যুদ্ধবিরতি চুক্তি

গা/জা/য় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জানালেন ফিলিস্তিনি কর্মকর্তা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে চূড়ান্ত আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, শর্তাবলী প্রায় চূড়ান্ত, এবং শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এই পরিস্থিতির মাঝে, হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়ে দিয়েছেন, “চলতি সপ্তাহে” যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে আলোচনা অনেক দূর এগিয়েছে, এবং চুক্তি সইয়ের জন্য আরও কয়েক ঘণ্টা কিংবা একদিনের মধ্যে সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক আলোচনা শেষে বলেন, “আমরা বিষয়টি নিয়ে গঠনমূলকভাবে কাজ করছি।” তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কথা বলেছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি এখন প্রায় চূড়ান্ত। প্রেসিডেন্ট বাইডেন বলেন, “যুদ্ধবিরতি হলে মানবিক সহায়তা পৌঁছানো এবং জিম্মিদের মুক্তি সম্ভব হবে।” তিনি জানান, শিগগিরই মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন।

চুক্তির আওতায়, ইসরায়েল এক হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে, যার মধ্যে ১৯০ জনের সাজা ১৫ বছর বা তার বেশি সময়ের। বিনিময়ে, হামাস ৩৪ জিম্মিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

গা/জা/য় যুদ্ধবিরতি চুক্তি

গা/জা/য় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জানালেন ফিলিস্তিনি কর্মকর্তা

আপডেট সময় ০২:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

 

গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে চূড়ান্ত আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, শর্তাবলী প্রায় চূড়ান্ত, এবং শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এই পরিস্থিতির মাঝে, হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়ে দিয়েছেন, “চলতি সপ্তাহে” যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে আলোচনা অনেক দূর এগিয়েছে, এবং চুক্তি সইয়ের জন্য আরও কয়েক ঘণ্টা কিংবা একদিনের মধ্যে সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক আলোচনা শেষে বলেন, “আমরা বিষয়টি নিয়ে গঠনমূলকভাবে কাজ করছি।” তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কথা বলেছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি এখন প্রায় চূড়ান্ত। প্রেসিডেন্ট বাইডেন বলেন, “যুদ্ধবিরতি হলে মানবিক সহায়তা পৌঁছানো এবং জিম্মিদের মুক্তি সম্ভব হবে।” তিনি জানান, শিগগিরই মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন।

চুক্তির আওতায়, ইসরায়েল এক হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে, যার মধ্যে ১৯০ জনের সাজা ১৫ বছর বা তার বেশি সময়ের। বিনিময়ে, হামাস ৩৪ জিম্মিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা শুরু হবে।