মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ভাইরাল আলভিসহ ৪ জন গ্রেফতার

- আপডেট সময় ০৬:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 3
রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ভাইরাল মো. মোশারফ হোসেন ওরফে আলভি (২৩) সহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-২।
শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিষ্ঠার শুরু থেকে ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে সামনে রেখে র্যাব দেশজুড়ে সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ, খুন, ছিনতাইসহ নানা অপরাধে জড়িতদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইসাথে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে মাদককারবারী, মাদকচোরাচালানকারী ও চোরাকারবারীদের গ্রেফতার করছে র্যাব।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল একটি সংঘবদ্ধ ডাকাত দল। খবরের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও চার-পাঁচজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন মো. মোশারফ হোসেন ওরফে আলভি (২৩), হৃদয় (৩১), মো. ইলিয়াস হাজী (২০) ও মো. আকাশ হাওলাদার (১৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতিতে ব্যবহৃত একটি সামুরাই অস্ত্র।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি এবং চাঁদাবাজির সাথে যুক্ত। ডাকাতির উদ্দেশ্যে তারা একত্রিত হয়েছিল বলে জানিয়েছে।
তারা আরও জানায়, তারা দেশীয় অস্ত্র, সামুরাই ও চাকুর ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।
র্যাব-২ এর তথ্য অনুযায়ী, আসামি মো. মোশারফ হোসেন ওরফে আলভির প্রকাশ্যে অস্ত্র নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে।
গ্রেফতার হওয়া চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-২। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক খান আসিফ তপু।