০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে হুথি বাহিনীর অভিযান, আটক ২০ কর্মী হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা: সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২ কর্মী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

চকরিয়ায় বাস দুর্ঘটনা: নিহত ২, আহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 134

 

কক্সবাজার, ৪ জুলাই ২০২৪:** কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। গয়ালমারা এলাকায় পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং এর কিছু অংশ পানিতে ডুবে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১২টার দিকে চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং চকরিয়া থানা-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

রাত আড়াইটার দিকে একটি ক্রেন ব্যবহার করে দুর্ঘটনাকবলিত বাসটিকে খাদ থেকে তোলা হয়। এ সময় দেখা যায়, এক যুবকের মরদেহ বাসের জানালায় ঝুলে আছে এবং আরেকজনের মরদেহ বাসটির নিচে চাপা পড়ে আছে। যাত্রীদের তথ্য অনুযায়ী, বাসটিতে চালক ও সহকারীসহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। যাত্রীরা জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল এবং চালকের অতিরিক্ত গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়।

বাসের যাত্রী কাজী সোহেল (৪২), যিনি মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত, জানান যে তিনি চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত টিকিট কেটেছিলেন। তার ভাষ্যমতে, চট্টগ্রাম থেকে চুনতি পর্যন্ত বাসটি স্বাভাবিক গতিতে চললেও চুনতি পার হওয়ার পর চালক হঠাৎ করেই দ্রুতগতিতে বাস চালাতে শুরু করেন। এর কিছুক্ষণ পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, নিহত দুজনের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের স্থানীয়রা দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় বাস দুর্ঘটনা: নিহত ২, আহত ৫

আপডেট সময় ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

 

কক্সবাজার, ৪ জুলাই ২০২৪:** কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। গয়ালমারা এলাকায় পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং এর কিছু অংশ পানিতে ডুবে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১২টার দিকে চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং চকরিয়া থানা-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

রাত আড়াইটার দিকে একটি ক্রেন ব্যবহার করে দুর্ঘটনাকবলিত বাসটিকে খাদ থেকে তোলা হয়। এ সময় দেখা যায়, এক যুবকের মরদেহ বাসের জানালায় ঝুলে আছে এবং আরেকজনের মরদেহ বাসটির নিচে চাপা পড়ে আছে। যাত্রীদের তথ্য অনুযায়ী, বাসটিতে চালক ও সহকারীসহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। যাত্রীরা জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল এবং চালকের অতিরিক্ত গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়।

বাসের যাত্রী কাজী সোহেল (৪২), যিনি মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত, জানান যে তিনি চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত টিকিট কেটেছিলেন। তার ভাষ্যমতে, চট্টগ্রাম থেকে চুনতি পর্যন্ত বাসটি স্বাভাবিক গতিতে চললেও চুনতি পার হওয়ার পর চালক হঠাৎ করেই দ্রুতগতিতে বাস চালাতে শুরু করেন। এর কিছুক্ষণ পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, নিহত দুজনের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের স্থানীয়রা দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।