১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৩৫৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 77

ছবি সংগৃহীত

 

 

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন, যা ১৫০ জন। এছাড়া রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৮ জন রোগী।

ঢাকা মহানগর ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে ভর্তি হয়েছে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এর মধ্যে ২৪ জন পুরুষ এবং ২১ জন নারী। চলতি বছর এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে মোট ১১ হাজার ৪৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এডিস মশা নিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়াতে না পারলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে, তাই আবহাওয়া অনুকূলে থাকায় এডিস মশার বিস্তার রোধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

জনসাধারণকে বাসা-বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলা এবং মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৩৫৮

আপডেট সময় ০৬:২১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

 

 

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন, যা ১৫০ জন। এছাড়া রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৮ জন রোগী।

ঢাকা মহানগর ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে ভর্তি হয়েছে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এর মধ্যে ২৪ জন পুরুষ এবং ২১ জন নারী। চলতি বছর এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে মোট ১১ হাজার ৪৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এডিস মশা নিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়াতে না পারলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে, তাই আবহাওয়া অনুকূলে থাকায় এডিস মশার বিস্তার রোধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

জনসাধারণকে বাসা-বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলা এবং মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।