ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে একমত বিএনপি: সালাহউদ্দিন আহমেদ ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় পরমাণু কর্মসূচি অন্তত ২ বছর পিছিয়ে গেছে: পেন্টাগন মৌলভীবাজার সীমান্তে ৪৮ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যানকে‘অবিলম্বে’ পদত্যাগের আহ্বান ট্রাম্পের আজ দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি নেইমারের স্বাক্ষরিত বল চুরির ঘটনায় ব্রাজিলে এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড যে বিষয়গুলোতে সমঝোতা হয়নি সেগুলোর ওপরও আলোচনা চলছে: ড. আলী রীয়াজ কুমিল্লার মুরাদনগরে নারীসহ তিনজনকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য নারী ফুটবলের এই সাফল্য পুরো জাতির জন্যই গর্বের বিষয়: প্রধান উপদেষ্টা কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফ কার্ড নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অগ্রগতিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসএমই খাতে অর্থায়ন এখনো একটি বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পেতে নানা জটিলতার মুখে পড়েন, যার ফলে অনেক সময় তাদের ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটে। তবে সুখবর হলো, এই খাতের উদ্যোক্তাদের ঋণ পরিশোধের হার অন্যান্য খাতের তুলনায় বেশ সন্তোষজনক।

তিনি বলেন, “ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এই উদ্যোগে ব্যাংকারদের পাশাপাশি নীতিনির্ধারকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আর অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা করবে।”

এসএমই খাতের তথ্যভাণ্ডার বা ডেটাবেজকে আরও শক্তিশালী এবং হালনাগাদ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, দ্রুত এই প্রক্রিয়াকে ডিজিটালাইজ করতে হবে। কাগজপত্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করা জরুরি।

ড. সালেহউদ্দিন আহমেদ মনে করেন, এসএমই খাত শক্তিশালী হলে দেশের শিল্প-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। তিনি আরও উল্লেখ করেন, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করলে এই খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও এসএমই খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং আধুনিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। উদ্যোক্তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব নিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের

আপডেট সময় ১২:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অগ্রগতিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসএমই খাতে অর্থায়ন এখনো একটি বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পেতে নানা জটিলতার মুখে পড়েন, যার ফলে অনেক সময় তাদের ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটে। তবে সুখবর হলো, এই খাতের উদ্যোক্তাদের ঋণ পরিশোধের হার অন্যান্য খাতের তুলনায় বেশ সন্তোষজনক।

তিনি বলেন, “ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এই উদ্যোগে ব্যাংকারদের পাশাপাশি নীতিনির্ধারকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আর অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা করবে।”

এসএমই খাতের তথ্যভাণ্ডার বা ডেটাবেজকে আরও শক্তিশালী এবং হালনাগাদ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, দ্রুত এই প্রক্রিয়াকে ডিজিটালাইজ করতে হবে। কাগজপত্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করা জরুরি।

ড. সালেহউদ্দিন আহমেদ মনে করেন, এসএমই খাত শক্তিশালী হলে দেশের শিল্প-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। তিনি আরও উল্লেখ করেন, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করলে এই খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও এসএমই খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং আধুনিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। উদ্যোক্তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব নিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।