০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

গা/জা/য় ক্যাফে, স্কুল ও হাসপাতালে ভয়াবহ ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৯৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 43

ছবি সংগৃহীত

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবারের এ হামলায় সাগরপাড়ের একটি জনবহুল ক্যাফে, একটি বিদ্যালয় ও একটি হাসপাতালের আশ্রয়কেন্দ্রে বোমা বর্ষণ করা হয়। এতে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেক মানুষ।

গাজা নগরী ও এর উত্তরাঞ্চলে চালানো হামলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে। আল–বাকা ক্যাফেটেরিয়ায় চালানো হামলায় ৩৯ জনের মৃত্যু হয়, আহত হন আরও কয়েক ডজন। সাগরপাড়ের এই জনপ্রিয় ক্যাফেটিতে হামলার সময় সেখানে নারী ও শিশুরা জন্মদিনের অনুষ্ঠানে জড়ো ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক ইসমাইল আবু হাতাব।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ইয়াহিয়া শরিফ জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দ্রুত এসে কোনো ধরনের সতর্কতা ছাড়াই বোমা ফেলেছিল। হামলায় পুরো ক্যাফে ধ্বংস হয়ে গেছে, মাটিতে বড় গর্ত তৈরি হয়েছে। তিনি বলেন, “আমরা মানুষের ছিন্নভিন্ন দেহাবশেষ দেখেছি। এ জায়গার কোনো রাজনৈতিক বা সামরিক সংশ্লিষ্টতা ছিল না।”

এছাড়া, গাজা নগরীর ইয়াফা বিদ্যালয়েও হামলা চালানো হয়েছে। বিদ্যালয়টিতে শত শত ফিলিস্তিনি উদ্বাস্তু আশ্রয় নিয়েছিলেন। হামলার আগে শিক্ষাপ্রতিষ্ঠানটি খালি করার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল বলে জানান সেখান থেকে পালানো হামাদা আবু জারাদেহ।

গাজার মধ্যাঞ্চলের দেইর–এল–বালাহ এলাকায় অবস্থিত আল–আকসা হাসপাতাল প্রাঙ্গণেও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এখানেও অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার কারণে আহত ও অসুস্থ মানুষের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়েছে।

গাজা শহরের স্থানীয় সাংবাদিক হানি মাহমুদ আল–জাজিরাকে জানান, পূর্ব সতর্কতা ছাড়াই এসব হামলা হয়েছে। সাধারণ মানুষ এবং শিশুদের ওপর এ ধরনের আক্রমণ মানবিক বিপর্যয় সৃষ্টি করছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় দিন দিন বাড়ছে হতাহত এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। চিকিৎসা, খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সংকট চরম আকার ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন

গা/জা/য় ক্যাফে, স্কুল ও হাসপাতালে ভয়াবহ ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৯৫

আপডেট সময় ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবারের এ হামলায় সাগরপাড়ের একটি জনবহুল ক্যাফে, একটি বিদ্যালয় ও একটি হাসপাতালের আশ্রয়কেন্দ্রে বোমা বর্ষণ করা হয়। এতে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেক মানুষ।

গাজা নগরী ও এর উত্তরাঞ্চলে চালানো হামলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে। আল–বাকা ক্যাফেটেরিয়ায় চালানো হামলায় ৩৯ জনের মৃত্যু হয়, আহত হন আরও কয়েক ডজন। সাগরপাড়ের এই জনপ্রিয় ক্যাফেটিতে হামলার সময় সেখানে নারী ও শিশুরা জন্মদিনের অনুষ্ঠানে জড়ো ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক ইসমাইল আবু হাতাব।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ইয়াহিয়া শরিফ জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দ্রুত এসে কোনো ধরনের সতর্কতা ছাড়াই বোমা ফেলেছিল। হামলায় পুরো ক্যাফে ধ্বংস হয়ে গেছে, মাটিতে বড় গর্ত তৈরি হয়েছে। তিনি বলেন, “আমরা মানুষের ছিন্নভিন্ন দেহাবশেষ দেখেছি। এ জায়গার কোনো রাজনৈতিক বা সামরিক সংশ্লিষ্টতা ছিল না।”

এছাড়া, গাজা নগরীর ইয়াফা বিদ্যালয়েও হামলা চালানো হয়েছে। বিদ্যালয়টিতে শত শত ফিলিস্তিনি উদ্বাস্তু আশ্রয় নিয়েছিলেন। হামলার আগে শিক্ষাপ্রতিষ্ঠানটি খালি করার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল বলে জানান সেখান থেকে পালানো হামাদা আবু জারাদেহ।

গাজার মধ্যাঞ্চলের দেইর–এল–বালাহ এলাকায় অবস্থিত আল–আকসা হাসপাতাল প্রাঙ্গণেও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এখানেও অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার কারণে আহত ও অসুস্থ মানুষের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়েছে।

গাজা শহরের স্থানীয় সাংবাদিক হানি মাহমুদ আল–জাজিরাকে জানান, পূর্ব সতর্কতা ছাড়াই এসব হামলা হয়েছে। সাধারণ মানুষ এবং শিশুদের ওপর এ ধরনের আক্রমণ মানবিক বিপর্যয় সৃষ্টি করছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় দিন দিন বাড়ছে হতাহত এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। চিকিৎসা, খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সংকট চরম আকার ধারণ করেছে।