০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় নতুন ৪২৯ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 196

ছবি সংগৃহীত

 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর ফলে চলতি বছরের শুরু থেকে ৩০ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৯৬ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন শনাক্ত হওয়া ৪২৯ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৫৯ দশমিক ১ শতাংশ এবং নারীর সংখ্যা ৪০ দশমিক ৯ শতাংশ বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪২ জন মারা গেছেন, যাদের মধ্যে একজন রাজশাহী বিভাগের বাসিন্দা বলে জানানো হয়।

২০২৪ সালের জানুয়ারি থেকে জুনের শেষ দিন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৯৬ জনে পৌঁছালেও, এর আগের বছর ২০২৩ সালে পুরো বছরে ডেঙ্গু আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালের মোট বার্ষিক হিসাব অনুযায়ী (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৫৭৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ার ফলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তাই ব্যক্তিগত সতর্কতা এবং স্থানীয় পর্যায়ে মশার বিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় নতুন ৪২৯ জন

আপডেট সময় ১০:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর ফলে চলতি বছরের শুরু থেকে ৩০ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৯৬ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন শনাক্ত হওয়া ৪২৯ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৫৯ দশমিক ১ শতাংশ এবং নারীর সংখ্যা ৪০ দশমিক ৯ শতাংশ বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪২ জন মারা গেছেন, যাদের মধ্যে একজন রাজশাহী বিভাগের বাসিন্দা বলে জানানো হয়।

২০২৪ সালের জানুয়ারি থেকে জুনের শেষ দিন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৯৬ জনে পৌঁছালেও, এর আগের বছর ২০২৩ সালে পুরো বছরে ডেঙ্গু আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালের মোট বার্ষিক হিসাব অনুযায়ী (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৫৭৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ার ফলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তাই ব্যক্তিগত সতর্কতা এবং স্থানীয় পর্যায়ে মশার বিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দিয়েছেন তারা।