ভিসামুক্ত ২১টি গন্তব্যের তালিকা
বিশ্ব ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিদেশ ভ্রমণে ভিসা প্রাপ্তি একটি সাধারণ চ্যালেঞ্জ। ভিসা প্রক্রিয়ার জটিলতা ও সময়ক্ষেপণে অনেকেই ভোগান্তির শিকার হন। তবে এ চিরাচরিত সমস্যার মাঝে সুখবর হলো, চলতি বছরে বিশ্বের ২১টি দেশে বাংলাদেশিরা ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবেন।
ভিসামুক্ত দেশগুলোর তালিকা:
১. বাহামাস
২. বার্বাডোস
৩. ভুটান
৪. ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
৫. কুক দ্বীপপুঞ্জ
৬. ডমিনিকা
৭. ফিজি
৮. গ্রেনাডা
৯. হাইতি
১০. জ্যামাইকা
১১. কিরিবাতি
১২. মাদাগাস্কার
১৩. মাইক্রোনেশিয়া
১৪. মন্টসেরাট
১৫. নিউ
১৬. রুয়ান্ডা
১৭. সেন্ট কিট্স এবং নেভিস
১৮. সেন্ট ভিন্সেন্ট এবং গ্রেনাডাইন্স
১৯. দ্যা গাম্বিয়া
২০. ত্রিনিদাদ ও টোবাগো
২১. ভানুয়াতু
ভিসামুক্ত ভ্রমণের সুবিধার মানে হলো, গন্তব্য দেশগুলোতে প্রবেশ বা প্রস্থানকালে ভিসা প্রসেসিংয়ের ঝামেলা বা ফি প্রদান করতে হবে না। শুধুমাত্র একটি বৈধ পাসপোর্ট থাকলেই হবে। তবে ভিসামুক্ত দেশগুলোতে অবস্থানের সময়সীমা নির্দিষ্ট এবং দেশের নিয়ম অনুযায়ী ভিন্ন হতে পারে।