০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ভুয়া মামলার প্রবণতা রোধে সিআরপিসিতে নতুন ধারা যুক্ত হচ্ছে: আইন উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 166

ছবি সংগৃহীত

 

ভুয়া ও মিথ্যা তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে আসামি করার প্রবণতা রোধে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি)-তে নতুন বিধান যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যাপক আসিফ নজরুল জানান, মামলা বাণিজ্য ও ভুয়া মামলা বন্ধে নতুন আইনে এমন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে প্রাথমিক তদন্তে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা না থাকলে তার নাম প্রাথমিক পর্যায়েই বাদ দেওয়া যাবে। উপদেষ্টা পরিষদ এ সংক্রান্ত নতুন বিধানের অনুমোদন দিয়েছে এবং খুব শিগগিরই গেজেট প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এছাড়া, ভুয়া মামলা মোকাবিলায় পুলিশ কমিশনার ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের অধীনে থাকা মামলাগুলোর ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। প্রাথমিকভাবে যৌক্তিক মনে হলে তদন্ত কর্মকর্তার মাধ্যমে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা যাবে। ম্যাজিস্ট্রেট রিপোর্টের ভিত্তিতে যদি মনে করেন মামলা ভিত্তিহীন বা মিথ্যা, তাহলে অভিযুক্তকে সঙ্গে সঙ্গেই মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে সবার নীতিগত সম্মতি মিলেছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই অফিস চালু করা হবে, পরে প্রয়োজনে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে এই অফিস আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় মুরাদনগরে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দ্রুত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার প্রক্রিয়া নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। তিনি উল্লেখ করেন, মাগুরার ঘটনার মতোই কঠোর নজরদারি ও বিচার হবে যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।

 

নিউজটি শেয়ার করুন

ভুয়া মামলার প্রবণতা রোধে সিআরপিসিতে নতুন ধারা যুক্ত হচ্ছে: আইন উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

 

ভুয়া ও মিথ্যা তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে আসামি করার প্রবণতা রোধে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি)-তে নতুন বিধান যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যাপক আসিফ নজরুল জানান, মামলা বাণিজ্য ও ভুয়া মামলা বন্ধে নতুন আইনে এমন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে প্রাথমিক তদন্তে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা না থাকলে তার নাম প্রাথমিক পর্যায়েই বাদ দেওয়া যাবে। উপদেষ্টা পরিষদ এ সংক্রান্ত নতুন বিধানের অনুমোদন দিয়েছে এবং খুব শিগগিরই গেজেট প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এছাড়া, ভুয়া মামলা মোকাবিলায় পুলিশ কমিশনার ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের অধীনে থাকা মামলাগুলোর ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। প্রাথমিকভাবে যৌক্তিক মনে হলে তদন্ত কর্মকর্তার মাধ্যমে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা যাবে। ম্যাজিস্ট্রেট রিপোর্টের ভিত্তিতে যদি মনে করেন মামলা ভিত্তিহীন বা মিথ্যা, তাহলে অভিযুক্তকে সঙ্গে সঙ্গেই মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে সবার নীতিগত সম্মতি মিলেছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই অফিস চালু করা হবে, পরে প্রয়োজনে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে এই অফিস আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় মুরাদনগরে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দ্রুত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার প্রক্রিয়া নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। তিনি উল্লেখ করেন, মাগুরার ঘটনার মতোই কঠোর নজরদারি ও বিচার হবে যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।